LLC 2023 Final Highlights: রায়নার হায়দারাবাদকে হারিয়ে লেজেন্ডস লিগের শিরোপা জয় হরভজনের মনিপালের
দেখুন লেজেন্ডস লিগ ক্রিকেটের ২০২৩-এর ভিডিও হাইলাইটস
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ সুরেশ রায়নার আরবানাইজার্স হায়দরাবাদকে (Urbanrisers Hyderabad) ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরভজন সিংহের দল মণিপাল টাইগার্স (Manipal Tigers)। ২০ ওভারে হায়দ্রাবাদের সংগ্রহ ছিল ১৮৭/৫। তবে ১৯ ওভারে রান তাড়া শেষ করা টাইগারদের থামাতে এই স্কোর যথেষ্ট ছিল না। এই ম্যাচে পঙ্কজ সিং (Pankaj Singh) বিপজ্জনক মার্টিন গাপটিলকে (Martin Guptill) আউট করেন। এরপর সম্প্রতি সেঞ্চুরি করা ডোয়াইন স্মিথকে (Dwayne Smith) আউট করেন মিচেল ম্যাকক্লেনাঘান (Mitchell McClenaghan)। ২০ বলে ২১ রান করেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। রিকি ক্লার্ক ৫২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। মণিপালের হয়ে দুটি উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন পঙ্কজ। এরপর রবিন উথাপ্পা ২৭ বলে ৪০ রান ও চ্যাডউইক ওয়ালটন ১৭ বলে ২৯ রান করে ৭.১ ওভারে ৭১ রান যোগ করেন। স্টুয়ার্ট বিনি (Stuart Binny) তিন বলের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে আউট করেন। এরপর থিসারা পেরেরা ১৩ বলে ২৫ রান করে আরবানাইজার্স হায়দরাবাদকে ম্যাচ থেকে ছিটকে দেন। T10 League Final Video Highlights: ডেকান গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে প্রথমবার আবু ধাবি টি-১০ শিরোপা জয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের
দেখুন ভিডিও হাইলাইটস