India vs Bangladesh Day-Night Test Match 2019: ইডেনে গোলাপি টেস্ট কোথায় কোথায় দেখা যাবে, জেনে নিন ক্লিক করে

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardence) ভারতে প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ (India-Bangladesh 2nd Test)। বিশ্ব ক্রিকেটে নবম এবং দশম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বলে খেলবে ভারত ও বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে জেতার পর বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কম্পানি এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে পা রাখবে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে কড়া পরিশ্রম করতে হবে বেঙ্গল টাইগারদের। দুপুর ১ টায় (ভারতীয় স্ট্যান্ডার্ড সময়) ম্যাচ শুরু হবে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট আয়োজনে কোনও খামতি রাখেনি BCCI ও CAB। ক্রিকেট প্রেমীরা ডিডি স্পোর্টসে বিনামূল্যে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। তবে সরাসরি-অ্যাকশন স্টার স্পোর্টস এবং গাজি টিভিতে দেখা যাবে। হটস্টারেও ফ্রি লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে। সেই সঙ্গে প্রচার ভারতী স্পোর্টস রেডিওতে ধারা বিবরণী করা হবে। এই প্রতিবেদনে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট সম্পর্কে জানতে পারবেন।

(Photo Credits: Twitter / @BCCI)

কলকাতা, ২২ নভেম্বর: Live Cricket Streaming of India vs Bangladesh Day-Night Test Match 2019-আজ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardence) ভারতে প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ (India-Bangladesh 2nd Test)। বিশ্ব ক্রিকেটে নবম এবং দশম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বলে খেলবে ভারত ও বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে জেতার পর বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কম্পানি এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে পা রাখবে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে কড়া পরিশ্রম করতে হবে বেঙ্গল টাইগারদের। দুপুর ১ টায় (ভারতীয় স্ট্যান্ডার্ড সময়) ম্যাচ শুরু হবে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট আয়োজনে কোনও খামতি রাখেনি BCCI ও CAB। ক্রিকেট প্রেমীরা ডিডি স্পোর্টসে বিনামূল্যে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। তবে সরাসরি-অ্যাকশন স্টার স্পোর্টস এবং গাজি টিভিতে দেখা যাবে। হটস্টারেও ফ্রি লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে। সেই সঙ্গে প্রচার ভারতী স্পোর্টস রেডিওতে ধারা বিবরণী করা হবে। এই প্রতিবেদনে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট সম্পর্কে জানতে পারবেন।

ভারতীয় দলের দিকে তাকালে দেখা যাবে মহম্মদ শামি সেরা ফর্মে রয়েছন। তিনি বাংলাদেশের কাছে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন। ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের খেলায় তিনি নিজের জাত চিনিয়েছেন। কলকাতাতেও একইরকম পারফরম্যান্স মেলে ধরতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা। অন্যদিকে প্রথম টেস্টে চার উইকেট নিয়ে মন কেড়েছেন বাংলাদেশের আবু জায়েদ। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ভেঙে ফেলার জন্য গোলাপি বলে তিনিও মরিয়া হয়ে উঠবেন। আজকের ম্যাচে শিশির বড় ফ্যাক্টর। কারণ শিশিরের কারণে ইডেনের আউটফিল্ড সন্ধ্যায় আর্দ্রতা পেতে থাকে। যা বল করার জন্য চ্যালেঞ্জিং। গোলাপি বলে স্পিনাররা ঠিক সুবিধা পান না। তাই রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এই ম্যাচে কতটা প্রভাব ফেলবেন তা দেখার। আরও পড়ুন: India vs Bangladesh, Day-Night 2019 Test Match Preview: ইডেনে গোলাপি টেস্ট, ফেবারিট হিসেবেই মাঠে নামছে কোহলি অ্যান্ড কম্পানি

ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্ট লাইভ অ্যাকশন কোথায়, কখন:

কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্টটি হবে। ম্যাচ ২২ নভেম্বর থেকে শুরু হবে এবং বেলা ১টার সময় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। টস বেলা সাড়ে বারোটায় হবে বলে আশা করা হচ্ছে।

কোথায় লাইভ টেলিকাস্ট দেখানো হবে:

স্টার নেটওয়ার্ক হল ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের সরকারি সম্প্রচারক। সুতরাং, দ্বিতীয় টেস্ট ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ এবং তাদের এইচডি চ্যানেলগুলিতে ম্যাচের লাইভ-অ্যাকশন সরবরাহ করা হবে। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট ভক্তরা গাজি টিভি ও মাশরাঙা টিভিতে ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্ট ম্যাচটি সরাসরি দেখতে পারবেন।

ডে-নাইট টেস্ট বিনামূল্যে অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাওয়া যাবে:

অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে এই টেস্ট উপভোগ করতে পারবেন। হটস্টার, যা স্টার নেটওয়ার্কের অফিশিয়াল অনলাইন মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এখানে অনলাইন লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে।

ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্টের ধারাভাষ্য কেথায় শোনা যাবে:

প্রসার ভারতী স্পোর্টস ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্ট ম্যাচের জন্য লাইভ-অ্যাকশন সরবরাহ করবে। রেডিওতে ধারাভাষ্য চলবে বল বাই বল। এছাড়া লেটেস্টলি-তে গিয়েও আপনারা এই ম্যাচের লাইভ-অ্যাকশন পেতে পারেন। এখানে স্কোর আপডেট এবং বল-বাই-বল ধারাভাষ্য শোনা যাবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now