Sangakkara Backs Ganguly As ICC Chairman: আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলিকেই চাইলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা

আইসিসির (ICC) চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলিকেই (Sourav Ganguly) চাইলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। তিনি বলেন, “আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি পরিবর্তন আনতে পারবে। আমি দাদার মস্ত বড় ফ্যান। আর তা শুধু ক্রিকেটার হওয়ার কারণেই নয়। আমার মনে হয় সৌরভের একটা দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। ওর হৃদয়ে ক্রিকেটের স্বার্থই সবার আগে থাকে। আর তা বিসিসিআই প্রেসিডেন্ট বা ইসিবি বা শ্রীলঙ্কা ক্রিকেট বা অন্য কোনও দেশের বোর্ড বা আইসিসি, যে দায়িত্বই নিতে হোক না কেন।”

কুমার সঙ্গাকারা (Photo Credits: @bintroo)

আইসিসির (ICC) চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলিকেই (Sourav Ganguly) চাইলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। তিনি বলেন, “আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি পরিবর্তন আনতে পারবে। আমি দাদার মস্ত বড় ফ্যান। আর তা শুধু ক্রিকেটার হওয়ার কারণেই নয়। আমার মনে হয় সৌরভের একটা দুর্দান্ত ক্রিকেট মস্তিষ্ক রয়েছে। ওর হৃদয়ে ক্রিকেটের স্বার্থই সবার আগে থাকে। আর তা বিসিসিআই প্রেসিডেন্ট বা ইসিবি বা শ্রীলঙ্কা ক্রিকেট বা অন্য কোনও দেশের বোর্ড বা আইসিসি, যে দায়িত্বই নিতে হোক না কেন।”

সঙ্গাকারা বলেন, “আপনার মানসিকতা সত্যিই আন্তর্জাতিক হওয়া উচিত এবং আমি যেখান থেকে এসেছি, তার দিক দিয়ে কেবল পক্ষপাতিত্বের মধ্যে থাকা হওয়া উচিত নয় - আমি কি ভারতীয়, শ্রীলঙ্কান বা অস্ট্রেলিয়া বা ইংলিশ, আমাকে সত্যই বুঝতে হবে আমি একজন ক্রিকেটার এবং আমি যা করছি তা সবচেয়ে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের জন্য।” আরও পড়ুন: ISL 2020-21: দল বাড়াতে নারাজ আয়োজকরা, ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে সংশয়

কেন সৌরভ গাঙ্গুলিকে তিনি আইসিসি-র পদে চাইছেন? উত্তরে সঙ্গাকারা বলেছেন, “ক্রিকেট খেলার ভিত্তি হল সমর্থক ও বিশ্ব জুড়ে থাকা দর্শক। আমার মনে হয় সৌরভ এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগেই সৌরভের কাজ আমি দেখেছি। এমনকি, প্রশাসক হিসেবে কাজ করা ও কোচিং দেওয়ার আগেও বিশ্ব জুড়ে ক্রিকেটারদের সঙ্গে ও সম্পর্ক তৈরি করত। এমসিসি ক্রিকেট কমিটিতেও দেখেছি ওকে। আমার মনে তো কোনও সন্দেহ নেই যে আইসিসি চেয়ারম্যান পদে সৌরভ দুর্দান্ত প্রার্থী।”