Deepak Hooda Leaves Baroda Squad: 'অনুশীলনে গালিগালাজ করেছেন অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া', অভিযোগ তুলে মুস্তাক আলি ট্রফি থেকে নাম প্রত্যাহার দীপক হুডার

করোনাভাইরাস মহামারীর আবহেই আজ থেকে ঘরোয়া ক্রিকেটে প্রথম বল গড়াবে। যদিও তার আগেই তৈরি হল চরম বিতর্ক। আজ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy T20 2021) খেলতে নামছে রাজ্যগুলি। আর তার আগেই অশান্তির আগুন জ্বলল বরোদা দলের অন্দরে। অনুশীলন চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েন বরোদা দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং সহ অধিনায়ক দীপক হুডা (Deepak Hooda)। এই বাদানুবাদের কারণে মুস্তাক আলি ট্রফি থেকে নিজের নামটাই প্রত্যাহার করে নিয়েছন তিনি। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্দেশে চিঠি লিখে দীপক অভিযোগ করেছেন অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া অনুশীলনে অন্য সতীর্থদের সামনেই তাঁকে গালিগালাজ করেছেন, ক্যারিয়ার শেষ করার হুমকি দিয়েছেন।

File images of Krunal Pandya, Deepak Hooda (Photo Credits: IANS)

করোনাভাইরাস মহামারীর আবহেই আজ থেকে ঘরোয়া ক্রিকেটে প্রথম বল গড়াবে। যদিও তার আগেই তৈরি হল চরম বিতর্ক। আজ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy T20 2021) খেলতে নামছে রাজ্যগুলি। আর তার আগেই অশান্তির আগুন জ্বলল বরোদা দলের অন্দরে। অনুশীলন চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েন বরোদা দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং সহ অধিনায়ক দীপক হুডা (Deepak Hooda)। এই বাদানুবাদের কারণে মুস্তাক আলি ট্রফি থেকে নিজের নামটাই প্রত্যাহার করে নিয়েছন তিনি। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্দেশে চিঠি লিখে দীপক অভিযোগ করেছেন অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া অনুশীলনে অন্য সতীর্থদের সামনেই তাঁকে গালিগালাজ করেছেন, ক্যারিয়ার শেষ করার হুমকি দিয়েছেন।

চিঠিতে হুডা লিখেছেন, "আমি ১১ বছর ধরে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে ক্রিকেট খেলছি। বর্তমানে আমি সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দলে নির্বাচিত হয়েছি। আমি এই মুহূর্তে হতাশায়, অবসাদে এবং অসম্ভব চাপের মধ্যে আছি। এর প্রধান কারণ, শেষ কয়েকদিন ধরে অধিনায়ক দলের বাকি সদস্যদের সামনে এবং অন্যান্য দলের সামনে আমার উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। আমায় গালিগালাজ করছেন।" হুডা আরও লিখেছেন, "আমি দলের প্রধান কোচ মনোজ প্রভাকরের অনুমতি নিয়েই নেটে অনুশীলন করছিলাম। সেই সময় ক্রুনাল হঠাৎ করেই সেখানে চলে আসে, আমায় গালিগালাজ করতে থাকে। আমায় বলতে থাকে, আমিই বরোদা টিম। আমি যা বলব, তাই হবে। আমি দেখব, তুমি কীভাবে বরোদার হয়ে খেলো। তারপরে তিনি তাঁর দাদগিরি দেখিয়ে আমার অনুশীল বন্ধ করে দিয়েছিলেন। আমি দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছি। আইপিএল খেলেছি। কিন্তু এত বাজে পরিবেশে কোনওদিন পড়িনি।" আরও পড়ুন: Rishabh Pant & Ravindra Jadeja Injury: চোট পেয়ে মাঠের বাইরে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা

বরোদার অলরাউন্ডার লিখেছেন, "আমি আজ অবধি আন্তর্জাতিক খেলোয়াড় এবং অধিনায়কদের সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে আমি কোনও দলের অধিনায়কের খারাপ আচরণের মুখোমুখি হইনি। আমি একজন টিম ম্যান এবং আমি সর্বদা আমার দলকে আমার উপরে রাখি ... এমন পরিস্থিতিতে আমার সেরা পারফর্ম করতে পারছি না।"