KKR vs RR

আইপিএলে (IPL 2021) আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর বর্তমানে লিগ টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে, নেট রান-রেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ঠিক সামনে। ১৩ ম্যাচ খেলে মুম্বইয়ের ঝুলিতেও রয়েছে ১২ পয়েন্ট এবং শুক্রবারও তারা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। যদি কেকেআর এবং এমআই উভয়েই তাদের শেষ ম্যাচ জিতে নেয়, তাহলে নেট রান রেটেের বিচারে একটি দল প্লে অফে জায়গা করে নেবে। সেদিক থেকে দেখতে গেলে ইয়ান মর্গান বাহিনী রোহিত শর্মার বাহিনীর থেকে একটু এগিয়েই রয়েছে।

আমিরশাহি লেগে কেকেআর ৪টি ম্যাচে জিতেছে, ২টি হেরেছে। ব্যাটিং বিভাগে, ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের হয়ে দ্বিতীয় লেগে তারকা পারফর্মার, অন্যদিকে রাহুল ত্রিপাঠিও এই মরসুমে অসাধারণ টাচে রয়েছেন। তরুণ শুভমান গিল গত ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন, যা দলের জন্য ভাল সংকেত। ব্যাটিং অর্ডারে নীতীশ রানাও ভাল করেছেন। তবে চিন্তা সেই অধিনায়ক ইয়ন মর্গানের ফর্ম নিয়ে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট জেতার দৌড়ের বাইরে। ১৩টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তারা টেবিলে সপ্তম স্থানে রয়েছে। তবে, তারা আবশ্যই চাইবে আজকের ম্যাচে ভাল কিছু করতে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, শাকিব অল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

রাজস্থান রয়্যালস: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, গ্লেন ফিলিপস, শিবম দুবে, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২৩ বার মুখোমুখি হয়েছে। কলকাতা জিতেছে ১২ বার। রাজস্থান জিতেছে ১১ বার।


আপনি এটাও পছন্দ করতে পারেন

KKR IPL Champion 2024: যে পাঁচ কারণে আইপিএল এল কলকাতায়, নাইট রাইডার্সের অপ্রতিরোধ্য পারফরম্যান্সের নেপথ্যে

KKR IPL 2024 Champion: ঝড় বৃষ্টির মাঝেই শহর জুড়ে উতসব, নাইটদের খেতাব জয়ের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

KKR IPL Champion 2024: চিপকে ঝড় তুলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, শ্রেয়সদের দাপটে গম্ভীরদের কলকাতার তৃতীয় আইপিএল খেতাব

SRH vs KKR, Final IPL 2024 Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ফাইনাল, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

SRH vs RR, Qualifier 2 IPL 2024 Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস, কোয়ালিফায়ার ২, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

SRK Health Update: আইপিএল ম্যাচে হিট স্ট্রোক! আহমেদাবাদের হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান

RR vs RCB, Eliminator IPL 2024 Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এলিমিনেটর, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

KKR vs SRH IPL 2024: চ্যাম্পিয়নের মত খেলে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স, ১০ বছর পর খেতাব জয় আর একধাপ দূরে