NZ vs ENG Test Series: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন, জানুন সম্পূর্ণ স্কোয়াড

ভারতের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অধিনায়কত্ব বজায় রাখবেন টম ল্যাথাম। এই সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। অবসর নিলেও নিউজিল্যান্ড যদি জুনে লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে তবে দলের হয়ে খেলা নিশ্চিত করেছেন সাউদি

New Zealand Test Team (Photo Credit: BLACKCAPS/ X)

NZ vs ENG Test Series: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে (Kane Williamson) দলে ফেরানোর কথা ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে এই সিরিজ। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে চলে যান, এরপর থেকে কোন ক্রিকেট খেলেননি উইলিয়ামসন। তবে তার অনুপস্থিতি ভারতে নিউজিল্যান্ড রোহিত শর্মার দলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে। ভারতের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অধিনায়কত্ব বজায় রাখবেন টম ল্যাথাম। এই সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। অবসর নিলেও নিউজিল্যান্ড যদি জুনে লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করে তবে দলের হয়ে খেলা নিশ্চিত করেছেন সাউদি। Tim Southee to Retire: ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন টিম সাউদি

তবে চোট থেকে সেরে ওঠলেও ফিট না হওয়ায় ফাস্ট বোলার বেন সিয়ার্স (হাঁটু) ও কাইল জেমিসন (পিঠ) থাকছেন না নিউজিল্যান্ড স্কোয়াডে। এছাড়া মার্ক চ্যাপম্যানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর পরিবর্তে ব্যাটিং দলে এসেছেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, স্পিনার এজাজ প্যাটেল এবং ইশ সোধিকে এই সিরিজের জন্য দলে রাখা হয়নি। তাঁর কারণ মূলত নিউজিল্যান্ডের ট্র্যাকে স্পিনারের তেমন প্রয়োজন হয় না। এদিকে, সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দলে জায়গা পেয়েছেন আরেক স্পিনার মিচেল স্যান্থনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার নাথান স্মিথও।

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড