Kamindu Mendis: ১৩টা ইনিংস খেলেই পাঁচটা সেঞ্চুরি! ব্র্যাডম্যানকে ছুঁলেন কামিন্দু মেন্ডিস
ডনের কীর্তি ছুঁয়ে নজির শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের। ডন ব্র্যাডম্যানের মতই ১৩টি ইনিংস খেলে ৫টি সেঞ্চুরি করে ফেললেন কামিন্দু।
গল, ২৭ সেপ্টেম্বর: ডনের কীর্তি ছুঁয়ে নজির শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের (Kamindu Mendis)। ডন ব্র্যাডম্যানের মতই ১৩টি ইনিংস খেলে ৫টি সেঞ্চুরি করে ফেললেন কামিন্দু। পাঁচ টেস্ট সেঞ্চুরির ক্লাবে এশিয়ার মধ্যে দ্রুততম হলেন শ্রীলঙ্কার ২৫ বছরের ব্যাটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে টানা দুটো টেস্ট সেঞ্চুরি করে অবিশ্বাস্য নজির শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)-এর। ২৫ বছরের গলের বাঁ হাতি ব্যাটার কামিন্দু চলতি গল টেস্টের নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন কামিন্দু। তাঁর কেরিয়ারের অষ্টম টেস্ট খেলতে নেমে তাঁর পঞ্চম সেঞ্চুরি করা হয়ে গেল। ইংল্যান্ডে কঠিন পিচে সেঞ্চুরি করেছেন, বিদেশের মাটিতে একই ইনিংসে দুটো সেঞ্চুরি করার রেকর্ড আছে তাঁর।
অথচ মেন্ডিস সবে মাত্র ১৩টা টেস্ট ইনিংস খেলেছেন। এরই মধ্যে পাঁচটা সেঞ্চুরি সহ এক হাজার ফেলার পথে কামিন্দু। এশিয়ার মধ্যে সপ্তম দ্রুততম হাজার টেস্ট রানের ক্লাবে জায়গা করে নিতে পারেন তিনি।
মেন্ডিসের পঞ্চম সেঞ্চুরি
২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গল টেস্টে অভিষেক হয়েছিল মেন্ডিসের। সেই ৬১রান করলেও দু বছর আর টেস্টে খেলার সুযোগ পাননি। এরপর চলতি বছর মার্চে বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে কামব্যাক করেই দুই ইনিংসেই সেঞ্চুরি করে নজির গড়েন কামিন্দু।
এরপর ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় সেঞ্চুরি করেন তিনি। ওভালে ৬৪ রানের দারুণ ইনিংসও খেলেছিলেন। এরপর কিউইদের বিরুদ্ধে টানা দুটো টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।