Jasprit Bumrah: মুম্বই টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া উচিত, মনে করেন দীনেশ কার্তিক
বেঙ্গালুরু টেস্টে হারের পর ভারত ঘুরে দাঁড়াতে না পারায় মন ভেঙে গিয়েছে কার্তিকের। তাঁর কথায়, 'হারের হতাশায় এখনও আমার মন খুব খারাপ। প্লেয়িং ইলেভন কী হবে, তা নিয়ে খুব পরিষ্কার করে ভাবতে পারছি না। সত্যি কথা বলতে এটি খুব কম সময়। কিন্তু যদি আমাকে এই নিয়ে ভাবতে হয়, তাহলে বলব বুমরাহকে বিশ্রাম দাও এবং সিরাজকে ফিরিয়ে আনো।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় এবং শেষ টেস্টে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। প্রাক্তন উইকেটকিপার মনে করেন যে ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের জন্য মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ফিরিয়ে আনা উচিত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্টে সিরাজ খেললেও পুনের এমসিএ স্টেডিয়ামে ম্যাচের জন্য আকাশ দীপকে দলে নেওয়া হয়। এদিকে, ৩.০৯ ইকোনমি রেটে মাত্র তিনটি উইকেট নেওয়ায় বুমরাহ প্রথম দুটি টেস্টে নিজের সেরাটা দিতে পারেননি। গতকাল ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা জয়ের ধারা শেষ করে ব্ল্যাক ক্যাপসরা। শনিবার বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারের পর পুনেতে ১১৩ রানে হেরে যায় রোহিত শর্মার দল। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। Virat Kohli Angry: আউট হয়ে মেজাজ হারালেন বিরাট, রাগের মাথায় ব্যাট মারার ভিডিও ভাইরাল
বেঙ্গালুরু টেস্টে হারের পর ভারত ঘুরে দাঁড়াতে না পারায় মন ভেঙে গিয়েছে কার্তিকের। তাঁর কথায়, 'হারের হতাশায় এখনও আমার মন খুব খারাপ। প্লেয়িং ইলেভন কী হবে, তা নিয়ে খুব পরিষ্কার করে ভাবতে পারছি না। সত্যি কথা বলতে এটি খুব কম সময়। কিন্তু যদি আমাকে এই নিয়ে ভাবতে হয়, তাহলে বলব বুমরাহকে বিশ্রাম দাও এবং সিরাজকে ফিরিয়ে আনো।' দিওয়ালির পর কিউইদের বিরুদ্ধে ১ নভেম্বর শেষ টেস্টে জয় পেতে চাইবে ভারত নাহলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা কমে যাবে। টানা দুই হারের পর এখন ভারতকে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি এবং ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্ট জিততে হবে। সেখানে জসপ্রীতকে টানা পাঁচ টেস্টে বোলিংয়ের দায়িত্ব কাঁধে নিতে হবে সেক্ষেত্রে তাঁকে বিশ্রাম দেওয়া দলের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে।