KKR vs CSK: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত দুটি ম্যাচে জয় পেয়েছে। তাদের বোলিং আক্রমণ অবশ্যই দুর্দান্ত। তবে তাদের ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে, বিশেষত রুতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। কলকাতা নাইট রাইডার্স,তাদের তিনটি আইপিএল ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত একটিতে জিতেছে। শক্তিশালী দল থাকার পরেও ইয়ন মর্গানদের হারতে হয়েছে। এখনও পর্যন্ত নীতীশ রানা ও বরুণ চক্রবর্তীর ফর্ম কেকেআর শিবিরকে চিন্তামুক্ত রাখবে। আজ হয়ত দলে বেশ কয়েকটি পরিবর্তন করবেন মর্গান। শাকিব অল হাসানকে আজ বসিয়ে সুনীল নারাইনকে খেলাতে পারেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত দুটি ম্যাচে জয় পেয়েছে। তাদের বোলিং আক্রমণ অবশ্যই দুর্দান্ত। তবে তাদের ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে, বিশেষত রুতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। কলকাতা নাইট রাইডার্স,তাদের তিনটি আইপিএল ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত একটিতে জিতেছে। শক্তিশালী দল থাকার পরেও ইয়ন মর্গানদের হারতে হয়েছে। এখনও পর্যন্ত নীতীশ রানা ও বরুণ চক্রবর্তীর ফর্ম কেকেআর শিবিরকে চিন্তামুক্ত রাখবে। আজ হয়ত দলে বেশ কয়েকটি পরিবর্তন করবেন মর্গান। শাকিব অল হাসানকে আজ বসিয়ে সুনীল নারাইনকে খেলাতে পারেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গান, শাকিব অল হাসান / সুনীল নারাইন, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কমিন্স, বরুণ চক্রবর্তী, হরভজন সিং / শিবম মাভি এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াড় / রবিন উথাপ্পা, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো এবং দীপক চাহার।
পরিসংখ্যান: দুই দল এর আগে ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচ জিতেছে কেকেআর। বাকি ১৫টিতে জিতেছে চেন্নাই।