KKR vs RCB: আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) আজ রয়্যাল চ্যালেঞ্জার্স (Royal Challengers Bangalore) ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ধারাবাহিকভাবে জয় না পেলেও কেকেআর ৯টি খেলায় ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছেছে। লকি ফার্গুসন দলের পক্ষে দুর্দান্ত কাজ করেছেন। যদিও আন্দ্রে রাসেলের ফিটনেস দলের পক্ষে উদ্বেগের বিষয়। তবে আজ সুনীল নারিনকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

KKR vs RCB

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) আজ রয়্যাল চ্যালেঞ্জার্স (Royal Challengers Bangalore) ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ধারাবাহিকভাবে জয় না পেলেও কেকেআর ৯টি খেলায় ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছেছে। লকি ফার্গুসন দলের পক্ষে দুর্দান্ত কাজ করেছেন। যদিও আন্দ্রে রাসেলের ফিটনেস দলের পক্ষে উদ্বেগের বিষয়। তবে আজ সুনীল নারিনকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভালো দিক হচ্ছে অধিনায়ক বিরাট কোহলি অবশেষে ফর্ম ফিরে পেয়েছেন। এবি ডি ভিলিয়ার্স প্রতিটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৬টি জয় পেয়েছে কোহলিরা। প্লেঅফের যোগ্যতার জন্য আরসিবি-র আরও ২ ম্যাচে জয় দরকার। তাই আজকের ম্যাচ থেকে ২ পয়েন্ট ঘরে তুলতে ঝাঁপাবেন বিরাট কোহলি।আরও পড়ুন: Cricketer Sanjida Islam's Wedding: গায়ে হলুদের দিনেও ব্যাট হাতে ক্রিকেটার সানজিদা ইসলাম!

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: রাহুল ত্রিপাঠি, শুবমান গিল, নীতীশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, দেবদূত পাদিক্কাল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গুরকিরাত সিং, শাহবাজ আহমেদ, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুর উদানা, যুজবেন্দ্র চাহাল এবং নবদীপ সায়নি।

পিচ রিপোর্ট: আবুধাবির পিচ থেকে পেসাররা সাহায্য পেতে পারেন। প্রথমে ব্যাট করে ১৬০-১৮০ রান তুললে বিপক্ষ দলকে চাপে ফেলা যাবে।

পরিসংখ্যান: এর আগে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। কেকেআর জিতেছে ১৪ বার, আরসিবি জিতেছে ১১ বার।