India vs South Africa T20 Series: টি-টোয়েন্টি সিরিজের বাকি ২টি ম্যাচ থেকেও ছিটকে গেলেন এইডেন মার্করাম
ভারতের বিরুদ্ধে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ (India vs South Africa T20 Series 2022) থেকে ছিটকে গেলেন সাউথ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম (Aiden Markram)। ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa) বুধবার একথা জানিয়েছে। ২৭ বছরের মার্করাম কোভিডে আক্রান্ত হওয়াতে এখনও পর্যন্ত হওয়া তিনটি ম্যাচেও খেলেননি। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে বলেছে, "গত সপ্তাহে কোভিড আক্রান্ত হওয়ার পর এইডেন মার্করাম সাতদিন কোয়ারান্টিনে কাটিয়েছেন এবং টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে না। মার্করাম সুস্থ এবং ভাল রয়েছেন। মানসিক সুস্থতার জন্য তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।"
রাজকোট, ১৬ জুন: ভারতের বিরুদ্ধে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ (India vs South Africa T20 Series 2022) থেকে ছিটকে গেলেন সাউথ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করাম (Aiden Markram)। ক্রিকেট সাউথ আফ্রিকা (Cricket South Africa) বুধবার একথা জানিয়েছে। ২৭ বছরের মার্করাম কোভিডে আক্রান্ত হওয়াতে এখনও পর্যন্ত হওয়া তিনটি ম্যাচেও খেলেননি। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে বলেছে, "গত সপ্তাহে কোভিড আক্রান্ত হওয়ার পর এইডেন মার্করাম সাতদিন কোয়ারান্টিনে কাটিয়েছেন এবং টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে না। মার্করাম সুস্থ এবং ভাল রয়েছেন। মানসিক সুস্থতার জন্য তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।"
এদিকে, সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট কুইন্টন ডি ককের অগ্রগতির উপর নজর রাখছে কারণ তিনি কব্জির চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। চোটের কারণে ডি কক গত দুটি ম্যাচে খেলেননি। তাঁর পরিবর্তে হেনরিখ ক্লাসেন দলে আসেন। আরও পড়ুন: Team india: আয়ারল্যান্ড সিরিজে দেশের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, বাদ পন্থ, প্রথমবার জাতীয় দলে রাহুল ত্রিপাঠি
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। পরপর দুটি ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছেন ঋষভ পন্থরা। শুক্রবার রাজকোটে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।