INDIA vs South Africa, 1st Test: মুত্তিয়া মুরলীধরনের রেকর্ড ছুঁয়ে দ্রুততম ৩৫০ উইকেটের মাইলস্টোন রবীচন্দ্রন অশ্বিনের

মুত্তিয়া মুরলীধরনের রেকর্ড স্পর্শ করলেন রবীচন্দ্রন অশ্বিন। টেস্টে দ্রুততম ৩৫০টি উইকেট নেওয়ার মুরলীধরনের রেকর্ড ছুঁয়ে ফেললেন অশ্বিন। আজ, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বিশাখাপত্তনম টেস্টের পঞ্চম দিনে প্রোটিয়া ব্যাটসম্যান থেউনিস দি ব্ররুননের উইকেট তুলে নিয়ে ৩৫০ টেস্টের উইকেটের মাইলস্টোন গড়ে ফেললেন অশ্বিন।

রবীচন্দ্রন অশ্বিনের কীর্তি। (Photo Credits: IANS)

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর: মুত্তিয়া মুরলীধরনের (Muttiah Muralitharan) রেকর্ড স্পর্শ করলেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টেস্টে দ্রুততম ৩৫০টি উইকেট নেওয়ার মুরলীধরনের রেকর্ড ছুঁয়ে ফেললেন অশ্বিন। আজ, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বিশাখাপত্তনম টেস্টের পঞ্চম দিনে প্রোটিয়া ব্যাটসম্যান থেউনিস দি ব্ররুননের (Theunis de Bruynon ) উইকেট তুলে নিয়ে ৩৫০ টেস্টের উইকেটের মাইলস্টোন গড়ে ফেললেন অশ্বিন। ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলম্বো টেস্টে মুরলীধরন তাঁর ৬৬তম টেস্টে সাড়ে তিনশো উইকেট নিয়েছিলেন। অশ্বিনও তাঁর টেস্ট কেরিয়ারের ৬৬তম ম্যাচে ৩৫০ উইকেট নিলেন। অশ্বিন আজ কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ডেল স্টেইন, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন-দের চেয়েও বেশি দ্রুত ৩৫০টি টেস্ট উইকেট সংগ্রহ করে ছাপিয়ে গেলেন।

রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইনের যেখানে ৩৫০টি টেস্ট উইকেট পেতে লেগেছিল ৬৯টি ম্যাচ। কিংবদন্তি অজি পেসার ডেনিস লিলি-র লেগেছিল ৭০টি টেস্ট। ৭৪তম টেস্টে ম্যাকগ্রা ৩৫০টি টেস্ট উইকেট সংগ্রহ করেন।

যেখানে অনিল কুম্বলে তাঁর কেরিয়ারে ৭৭তম টেস্টে ৩৫০টি উইকেট সংগ্রহ করেছিলেন। হরভজন সিং ৮৩টি টেস্টে ৩৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। অশ্বিন, কুম্বলের পাশাপাশি হরভজন সিং ও কপিল দেবের টেস্টে ৩৫০টি-র বেশি টেস্ট উইকেট আছে।

টেস্টে দ্রুততম ৩৫০ উইকেটের মালিকরা

১) মুত্তিয়া মুরলীধরন ও রবীচন্দ্রন অশ্বিন (৬৬ টেস্টে)

২) রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন (৬৯টি টেস্টে)

৩) ডেনিস লিলি (৭০টি টেস্টে)

৪) গ্লেন ম্যাকগ্রা (৭৪টি টেস্টে)

৫) ম্যালকম মার্শাল (৭৫টি টেস্টে)