India vs New Zealand 2nd Test 2021: চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্কা রাহানে
আজ মুম্বইয়ে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট (India vs New Zealand 2nd Test 2021)। এই ম্যাচে চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতের ৩ খেলোয়াড়। তাঁরা হলেন ইশান্ত শর্মা (Ishant Sharma), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিসিসিআই (BCCI) জানিয়েছে, তিন খেলোয়াড়ারের চোট ও স্বাস্থ্যের প্রতি নজর রাখছে বোর্ডের মেডিকেল টিম।
আজ মুম্বইয়ে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট (India vs New Zealand 2nd Test 2021)। এই ম্যাচে চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতের ৩ খেলোয়াড়। তাঁরা হলেন ইশান্ত শর্মা (Ishant Sharma), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিসিসিআই (BCCI) জানিয়েছে, তিন খেলোয়াড়ারের চোট ও স্বাস্থ্যের প্রতি নজর রাখছে বোর্ডের মেডিকেল টিম।
বিসিসিআই সবিচ জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কানপুরে প্রথম টেস্টের শেষ দিনে ফাস্ট বোলার ইশান্ত শর্মা তাঁর বাম হাতের আঙুলে চোট পান। তাই মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কানপুরে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ডান বাহুতে চোট পেয়েছিলেন। স্ক্যান করার পর দেখা যায়, তাঁর বাহু ফোলা রয়েছে। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাই মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। কানপুর টেস্টের শেষ দিনে ফিল্ডিং করার সময় অজিঙ্কা রাহানে বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। যেহেতু তিনি পুরোপুরি সুস্থ হননি, তাই তিনি মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। নিউজিল্যান্ডর অধিনায়ক কেন উইলিয়ামসনও বাঁ-কনুইয়ের আঘাতের কারণে এই টেস্টে খেলতে পারবেন না।
এদিকে, এখনও শুরু হয়নি দ্বিতীয় টেস্ট। গত কয়েক দিনে মুম্বইয়ে বৃষ্টি হয়েছে। ফলে ওয়াংখেড়েতে পিচ ঢাকা রয়েছে। সকাল ৯টায় টস হওয়ার কথা থাকলেও তা হয়নি। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, সাড়ে ৯টায় পিচ দেখেন আাম্পায়াররা। আবার সাড়ে ১০টায় পিচ দেখবেন তাঁরা। তার পরেই টসের সময় জানা যাবে।