India vs England 2nd T20I: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-২০, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
টি-২০ সিরিজে সমতা ফেরাতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে (India vs England 2nd T20I) খেলতে নামছে ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি। প্রথম টি-২০-তে ইংরেজরা খুব সহজেই হারিয়েছে বিরাট কোহলিদের। প্রথমে ব্যাট করে কোহলি বাহিনী ১২৫ রানের টার্গেট দেয়। ৮ উইকেট হাতে থাকতেই সেই রান তুলে নেয় মর্গান বাহিনী। ইংল্যান্ডের টি-২০ দলটি তাদের টেস্ট দল থেকে সম্পূর্ণ আলাদা এবং তারা অন্য যে কোনও দলকে কড়া টক্কর দিতে পারে। প্রথম টি-২-তে রোহিত শর্মাকে বিশ্রাম দেন কোহলি। আজকের ম্যাচে তিনি দলে ফিরতে পারেন। একাদশে থাকতে পারেন দীপক চাহার এবং নবদীপ সায়নীও।
টি-২০ সিরিজে সমতা ফেরাতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে (India vs England 2nd T20I) খেলতে নামছে ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি। প্রথম টি-২০-তে ইংরেজরা খুব সহজেই হারিয়েছে বিরাট কোহলিদের। প্রথমে ব্যাট করে কোহলি বাহিনী ১২৫ রানের টার্গেট দেয়। ৮ উইকেট হাতে থাকতেই সেই রান তুলে নেয় মর্গান বাহিনী। ইংল্যান্ডের টি-২০ দলটি তাদের টেস্ট দল থেকে সম্পূর্ণ আলাদা এবং তারা অন্য যে কোনও দলকে কড়া টক্কর দিতে পারে। প্রথম টি-২-তে রোহিত শর্মাকে বিশ্রাম দেন কোহলি। আজকের ম্যাচে তিনি দলে ফিরতে পারেন। একাদশে থাকতে পারেন দীপক চাহার এবং নবদীপ সায়নীও।
অন্যদিকে, ইংল্যান্ড সম্ভবত একই দল রেখে দেবে। কয়েকটি ম্যাচের পর মোতেরার পিচ স্লো হয়ে গেলে দলে হয়ত কয়েকটি পরিবর্তন আনতে পারেন ইয়ন মর্গান। টি-২০ তে ইংল্যান্ড বিশ্বের প্রথম নম্বর দল এবং তারা নিজেদের জায়গাটি ধরে রাখতে চাইবে ভারতের মাটিতে ভারতেরই বিপক্ষে লড়াই করে। তবে ভারত যদি পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারাতে পারে তবে তারা আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, নবদীপ সায়নী, যুজবেন্দ্র চাহাল।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ইয়ন মর্গান (ক্যাপ্টেন), জেসন রায়, জোস বাটলার (উইকেট কিপার), দাউদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মইন আলি, জোফরা আর্চার, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।