Yashasvi Jaiswal Run Out Video: কোহলির ভুলেই কি রান আউট জয়সওয়াল! দেখুন ভিডিয়ো
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনটা একেবারেই ভাল গেল না টিম ইন্ডিয়া (Team India)-র কাছে। বেশ খারাপের দিনে সবচেয়ে দুর্ভাগ্যজনক হয়ে গেল যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal)-র রান আউটটা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনটা একেবারেই ভাল গেল না টিম ইন্ডিয়া (Team India)-র কাছে। বেশ খারাপের দিনে সবচেয়ে দুর্ভাগ্যজনক হয়ে গেল যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal)-র রান আউটটা। এই একটা রান আউট টিম ইন্ডিয়াকে বক্সিং ডে টেস্টে একেবারে খাদের কিনারায় দাঁড় করাল। মেলবোর্নে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দুরন্ত সব শট খেলে জয়সওয়াল যখন নিশ্চিত সেঞ্চুরির দিকে এগোচ্ছেন, তখনই একেবারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। তৃতীয় উইকেটে কোহলি-জয়সওয়াল সেঞ্চুরি পার্টনারশিপ করে দলের কামব্যাক করাচ্ছিলেন, তখনই খেলার গতির বিরুদ্ধে হয়ে গেল রান আউট। দিনের খেলার যখন আর মাত্র আধ ঘণ্টারও কম সময় বাকি তখনই ঘটে অঘটনটা। ডগ বোল্যান্ডের ওভারের শেষ বলে মিড অনে খেলেই রান নিতে ছোটেন জয়সওয়াল। কিন্তু দু'জনের ভুল বোঝাবুঝিতে বিরাট কোহলি রান নিতে অস্বীকার করে দাঁড়িয়ে থাকেন। ১১৮ বলে ১টি ওভার বাউন্ডারি, ১১টি বাউন্ডারি মেরে ৮২ রান করে আউট হন জয়সওয়াল। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন যশস্বী-র রান আউটের পিছনে কোহলিকে ভিলেন বানিয়ে অনেক পোস্ট করা হচ্ছে।
দেখুন কীভাবে রান আউট হলেন যশস্বী জয়সওয়াল
জয়সওয়ালের রান আউটের কিছুক্ষণ পরেই বোল্যান্ডের বলে আউট হয়ে যান কোহলি (৩৬)।
তারপর পরেই নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপ (০)-কেও ফেরান বোল্যান্ড। দিনের শেষে অপরাজিত অবস্থায় থাকেন ঋষভ পন্থ (৬) ও রবীন্দ্র জাদেজা (৪)। টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৪ রান। এখনও ৩১০ রানে পিছিয়ে। ফলো অন রুখতে এখনও চাই ১১০ রান। নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা আর মহম্মদ সিরাজ ব্যাট করতে বাকি আছেন।