India in WTC Points Table: সেঞ্চুরিয়ন টেস্টে হারে পঞ্চম স্থানে নেমে এল ভারত, শীর্ষে দক্ষিণ আফ্রিকা
গত দু'বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় (SENA) মাত্র একটি টেস্ট জিতেছে ভারত
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) প্রথম সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দু'বারের ফাইনালিস্ট ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রোটিয়াদের পয়েন্টের হার ১০০ শতাংশ। অধিনায়ক টেম্বা বাভুমার (Temba Bavuma) চোটের পর দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ডিন এলগারের (Dean Elgar) ১৮৫ রানের সুবাদে ৪০৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় ম্যাচ হেরে ভারতের পয়েন্টের হার ৬৬.৬৭ থেকে কমে ৪৪.৪৪ হয়েছে এবং নেমে এসেছে পঞ্চম স্থানে। তবে মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের ওপর সমীকরণ ফের পাল্টাতে পারে। গত দু'বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় (SENA) মাত্র একটি টেস্ট জিতেছে ভারত। শেষবার ২০২১ সালে সেঞ্চুরিয়ানে জিতেছিল ভারত এর পর দক্ষিণ আফ্রিকায় ৩টি ও ইংল্যান্ডে ২টি ম্যাচ হেরেছে তারা, যার মধ্যে চলতি বছরের ডব্লিউটিসি ফাইনালও রয়েছে। IND vs SA 1st Test: 'সেরাটা দিতে পারিনি' তিনদিনেই ইনিংসে টেস্ট হারের পর দোষ মানলেন রোহিত শর্মা
দেখুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল