2024 ICC Women's T20 World Cup: হ্যারির চেষ্টাতেও অস্ট্রেলিয়ার কাছে হার, টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই কার্যত বিদায় ভারতের

হ্যারির চেষ্টার পরেও গত তিনবারের মহিলা টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হারল টিম ইন্ডিয়া।

Australia Women's Cricket Team. (Photo Credits: X)

অধিনায়িকা হরমনপ্রীত কৌরের দুরন্ত ইনিংস শেষ পর্যন্ত কাজে দিল না। হ্যারির চেষ্টার পরেও গত তিনবারের মহিলা টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে বিশ্বকাপ অভিযান শুরুতেই শেষ হওয়ার মুখে টিম ইন্ডিয়ার। শারজায় এদিন টি-২০ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে জিততে হলে ১৫২ রান করতে হত ভারতীয় মহিলা দলকে। শেষ ওভারে জিততে হলে হরমপ্রীতদের করতে হত ১৪ রান, হাত ছিল ৫ উইকেট। শেষ ওভারের প্রথম বলে হরমনপ্রীত সিঙ্গলস নিয়ে প্রান্ত বদলের পরই পরপর দু বলে আউট হয়ে যান পূজা ভাস্তেরকর ও অরুন্ধতী। হরমনপ্রীত ফের স্ট্রাইক পান চতুর্থ বলে। তার পর আর হয়নি। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত কৌর।  হ্যারি আর কিছুটা দীপ্তি ভর্মা ছাড়া আর কেউ দাঁড়াতেই পারলেন না। অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ১৫১ রানের জবাবে ভারতীয় মহিলা দল শেষ অবধি করল ৯ উইকেটে ১৪২ রান।

মহিলাদের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই কার্যত বিদায় নিল ভারত। কাল, সোমবার নিউ জিল্যান্ড-পাকিস্তান ম্যাচে অলৌকিক কিছু ঘটে না গেলে ৬ বছর পর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত তিনটি টি-২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা দল অন্তত সেমিফাইনালে উঠেছিল। চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে জঘন্য হারের পর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন হরমনপ্রীত কৌর-রা। মহিলাদের আইপিএল চালুর পর ভারতীয় মহিলা ক্রিকেট যেন পিছনের দিকে হাঁটতে শুরু করল।

দেখুন ম্যাচের স্কোরবোর্ড

কাল, সোমবার দুবাইয়ে নিউ জিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দিলে, নেট রান রেটে হরমনপ্রীতদের একটা ছোট্ট সুযোগ থাকবে সেমিফাইনালে ওঠার। কিন্তু শক্তিশালী কিউইদের দুর্বল পাকিস্তান হারাবে, আর সেই সুযোগে নেট রানরেটে ভারতীয় মহিলা দল সেমিফাইনালে খেলবে এমন আশা কেউ করছেন না। গ্রুপ এ-তে চারটি খেলে চারটিতেই জিতে সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লিগের খেলা শেষ করল ভারত। আর এক ম্য়াচ কম খেলে নিউ জিল্যান্ডের পয়েন্ট ৪। পাকিস্তান ৩ ম্যাচে ২ পয়েন্ট আর শ্রীলঙ্কা সব কটা ম্যাচ খেলে কোনও পয়েন্টে পায়নি। নিউ জিল্যান্ডে গ্রুপের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দলকে ৫৮ রানে হারায়।