IND vs BAN 1st T20I: বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা ভারতের, আর্শদীপের আগুনে গোয়ালিয়রে জয় দিয়ে সিরিজ শুরু সূর্যকুমার যাদবদের

নাগপুর টেস্টে যেখানে শেষ করেছিলেন রোহিত শর্মারা, সেখান থেকেই যেন শুরু করে ঝড়ের গতিতে গোয়ালিয়ার টি-২০-তে জিতলেন সূর্যকুমার যাদবরা।

India beats Bangladesh by 7 Wickets in 1st T20I Match. (Photo Credits: BCCI@X)

বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলেখেলা করে টি টোয়েন্টি সিরিজের শুরু করল টিম ইন্ডিয়া। রবিবার গোয়ালিয়রে নাজমুল হোসেন শান্তো-দের সব বিভাগে উড়িয়ে সূর্যকমার যাদবরা জিতলেন ৭ উইকেট। ব্যাট-বল-ফিল্ডিংতিন বিভাগেই বিশ্বচ্যাম্পিয়নদের সামনে অপ্রস্তুত দেখালো পদ্মাপাড়ের দেশকে। জয়ের জন্য ১২৭ রান তাড়া করতে নেমে ৪৯ বল বাকি থাকতেই তুলে নিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন (১৯ বলে ২৯) থেকে অধিনায়ক সূর্যকুমার (১৪ বলে ২৯) আর একেবারে শেষে হার্দিক পান্ডিয়া (১৬ বলে ৩৯ রান অপরাজিত)-র বিস্ফোরণে অনায়াসে জিতল ভারত। অল্প রান তুলতে ভারতীয় ব্যাটাররা মিলিতভাবে মারলেন ১৫টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি। খেলা দ্রুত শেষ করার তাগিদ দেখা গেল সঞ্জু, সূর্য, হার্দিকদের। হার্দিকের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন অভিষেক ম্যাচে নামা নীতীশ রেড্ডি (১৫ বলে ১৬ রান)। বুধবার দিল্লিতে দ্বিতীয় ম্যাচে জিতলেই টেস্টের পর টি-২০ সিরিজও জিতবে টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১২৭ রানে অল আউট হয়ে যায়। শুরুতেই আর্শদীপ সিংয়ের আগুনে ঝলসে শুরু হয়েছিল বাংলাদেশের ইনিংস। এরপর তিন বছর বাদে দেশের জার্সিতে খেলতে নামা বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে জব্দ হয়ে যান নাজমুলরা। আর্শদীপ ১৪ রানে ৩টি ও বরুণ ৩১ রানে ৩টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মায়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় টিম ইন্ডিয়ার

আর্শদীপ আউট করেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজন ইমন (৮), লিটন দাস (৪) ও মুস্তাফিজুর রহিম (১)-কে। বরুণের বলে আউট হন তোয়াহিদ হৃদয় (১২), জাকের আলি (৮) ও রিশাদ হোসেন (১১)।