IND W vs AUS W Semi-Final: অস্ট্রেলিয়ার দিন যেন খারাপ যায় সেমিফাইনালের আগে আশা ভারতের প্রাক্তন অধিনায়কের
২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারায় অজি মহিলা দল শুধু তাই নয় গত বছর কমনওয়েলথ গেমসে ভারতকে হারিয়ে সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।
ভারতের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া (Anjum Chopra) বলেছেন, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার খারাপ দিন আসবে বলে তিনি আশা করছেন। কেপটাউনের নিউল্যান্ডসে ২০২৩ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দল মেগা ইভেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে অন্যদিকে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেই প্রসঙ্গে তিনি বলেন, অস্ট্রেলিয়ার শক্তিশালী ভিত রয়েছে। তাদের অনেক বদলি আছে। একজন খেলোয়াড় যদি ভালো না করে, তাহলে অন্য খেলোয়াড়রা এগিয়ে আসে। কঠিন পরিস্থিতি থেকে কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা ওরা জানে। বড় ম্যাচে কী ভাবে পারফর্ম করতে হয়, সে বিষয়ে তাঁরা ওয়াকিবহাল। IND W vs AUS W Semi Final-1 ICC Women's T20 World Cup Squad & Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা বিশ্বকাপ সেমিফাইনাল, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা
চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'কিন্তু সবারই অন্তত একটা খারাপ দিন আসে। তারাও ক্রিকেট দল, আমরাও ক্রিকেট দল। তাদের অন্তত একটা খারাপ দিন আসতে পারে। আমি শুধু আশা করছি সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দিন খারাপ যাবে এবং ভারতের দিন ভালো যাবে। নিউল্যান্ডসে ভাল দর্শক নিয়ে খুব ভাল প্রতিযোগিতা চাই, ভারতীয়দের জয় চাই।' তিনি এর সঙ্গে যোগ করেন, বল হাতে সেই বাড়তি পরিশ্রম করতে হবে ভারতকে। অ্যালিসা হিলি, অ্যাশ গার্ডনার, মেগ ল্যানিংরা ব্যাট হাতে ঝড় তুলবেন। ভারতের বোলিং ও ফিল্ডিং শক্তিশালী হতে হবে। বেসিক কাজটা ঠিকঠাক করা জরুরি।