IND vs SA 2nd ODI Result: টনি ডি জর্জির শতকে তরুণ ভারতকে হারিয়ে ৮ উইকেটে জয় প্রোটিয়ার
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ১-১ জয়ে এখন সিরিজে সমতায় রয়েছে
মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। নান্দ্রে বার্গারের (Nandre Burger) ও বিউরান হেন্ড্রিক্সের (Beuran Hendricks) সম্মিলিত বোলিং নৈপুণ্যে এবং টনি ডি জর্জির (Tony de Zorzi) প্রথম সেঞ্চুরির সুবাদে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনারদের প্রথম দশ ওভারেই বল সুইং ও সিমিংয়ের কঠিন পরীক্ষায় পড়তে হয়। পরিবর্তনশীল বাউন্সও পরিস্থিতিকে কঠিন করে তোলে, বিশেষ করে আর্শদীপ সিং (Arshdeep Singh) নতুন বল করতে নামেন। তবে, ঝড়ের মাঝে ডি জরজি ও হেনড্রিক্স দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলেন। ওয়ান্ডারার্স ওয়ানডের মতই, ডি জরজি ছিলেন আক্রমণাত্মক, যখন দক্ষিণ আফ্রিকার অন্য ব্যাটসম্যানদের কিছুটা ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল, তখন তিনি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। Team India: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, ওয়ানডে-তে চাহারের পরিবর্তে আকাশদীপ
শুরুতে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) বার্গার ইনসুইঙ্গারে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। এরপর সেই বাঁ হাতি পেসার নতুন বলের স্পেলে তিলক ভার্মাকে (Tilak Varma) আউট করে দেন। তবে সাই সুদর্শন (Sai Sudharsan) ও অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) ৬৮ রানের জুটি গড়ে দলকে আশা জোগান। দু'জনে গিয়ার বদলানোর কাজ যখন শুরু করেন, ঠিক তখনই বাঁ-হাতিকে আউট করে দেন লিজাদ উইলিয়ামস (Lizaad Williams)। যা ভারতের ইনিংসের জন্য ছিল বড় ধাক্কা। দ্বিতীয় স্পেলে হেনড্রিক্স সঞ্জু স্যামসনকে (Sanju Samson) এবং রাহুল বার্গারকে উইকেট করেন। অভিষেকে রিঙ্কু সিংহ শুরুটা ভাল করলেও কেশব মহারাজের বলে স্টাম্প আউট হলে ইনিংসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং অর্শদীপ সিংহের ক্যামিওতে স্কোর ২০০-র গণ্ডি পার করে।
দেখুন স্কোরকার্ড