WTC 2021 Final: আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ ফাইনালের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ; দেখে নিন ভারতীয় দলের তালিকা
শুক্রবার শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ ফাইনালের ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ ফাইনালের ভারতীয় দলের ফাইনালের সদস্যদের নামের তালিকাপ্রকাশ করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভাইস ক্যাপ্টেন হলেন অজিঙ্ক রাহানে। উইকেটকিপার ঋষভ পান্থ। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
শুক্রবার শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ (WTC 2021 Final) ফাইনালের ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) টেস্ট ম্যাচ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ ফাইনালের ভারতীয় দলের ফাইনালের সদস্যদের নামের তালিকাপ্রকাশ করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ভাইস ক্যাপ্টেন হলেন অজিঙ্ক রাহানে। উইকেটকিপার ঋষভ পান্থ। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
আগামী ১৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলবে ম্যাচ। ব্রিটেনের সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত এই ম্যাচটি। গোটা বিশ্বের নজর থাকবে আগামীকালের ম্যাচে। এই প্রথমবার এরকম টেস্ট ফাইনালের আয়োজন করেছে আইসিসি। যার ফলে উন্মাদনা আরও অনেক বেশি। টেস্ট সিরিজের জন্য অনেক বেশি প্রস্তুতি নিয়েছে দল। এর আগের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ১৫ মাস পর ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি দল, বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। আরও পড়ুন, জানুন এবারের ইউরো কাপ নিয়ে জানা-অজানা প্রয়োজনীয় তথ্য
টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার কাছে জয় ও এরপর ইংল্যান্ডকে হারানোর পর আশা জাগাচ্ছে আগামীকালের টেস্ট ম্যাচ। গতবছর নিউজিল্যান্ডের কাছে হারের পর এবার আরও বেশি চ্যালেঞ্জিং টিম ইন্ডিয়া।