ICC Women's T20I WC Schedule: মহিলা বিশ্বকাপে ৬ অক্টোবর ভারত-পাকিস্তান, কঠিন গ্রুপে বাংলাদেশ
মহিলা বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং গ্রুপ 'বি'তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাকি দুই দল বাছাইপর্বের মাধ্যমে আসবে আজ সেই ম্যাচের সেমিফাইনাল
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women's T20I WC) উদ্বোধনী ম্যাচে আগামী ৩ অক্টোবর ঢাকায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ঢাকায় বাছাইপর্বের একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্বোধনী দিনে অভিযান শুরু করবে আয়োজক বাংলাদেশ। ৪ অক্টোবর সিলেটে অন্য কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৬ অক্টোবর সিলেটে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। মহিলা বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং গ্রুপ 'বি'তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাকি দুই দল বাছাইপর্বের মাধ্যমে আসবে আজ সেই ম্যাচের সেমিফাইনাল। আবুধাবিতে বৈশ্বিক বাছাইপর্বের সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। 'এ' গ্রুপের সবগুলো ম্যাচ হবে সিলেটে, আর 'বি' গ্রুপের ম্যাচগুলো হবে ঢাকায়। ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর ফাইনাল দিয়ে ঢাকায় শেষ হবে টুর্নামেন্টটি। ১৭ অক্টোবর সিলেটে ও ১৮ অক্টোবর ঢাকায় হবে সেমিফাইনাল। ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। দ্বিতীয়বারের মতো মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কেপটাউনে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ICC Women T20 WCQ Semifinal Schedule: অজেয় থেকে সেমিফাইনালে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, প্রথম বার জায়গা করল আরবও
দেখুন ভারতের সূচি
দেখুন বাংলাদেশের সূচি
দেখুন সম্পূর্ণ সূচি