ICC Test Rankings 2019: স্টিভ স্মিথকে সরিয়ে আইসিসি টেস্টে র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট কোহলি, বোলিংয়ে প্রথম দশে মহম্মদ শামি
আইসিসি টেস্টে র্যাঙ্কিংয়ের (ICC Test Rankings) শীর্ষে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। স্টিভ স্মিথকে (Steve Smith) সরিয়ে তিনি ফের আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন কোহলি। নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তনের পর মাত্র তিন ইনিংসেই বাজিমাত করছিলেন স্টিভ স্মিথ। অ্যাসেজে দুরন্ত পারফরম্যান্স করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন স্টিভ স্মিথ। সেটা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। ঠিক তিন মাস পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই স্মিথকে সরিয়ে সিংহাসন দখল করলেন কোহলি।
দুবাই, ৪ ডিসেম্বর: আইসিসি টেস্টে র্যাঙ্কিংয়ের (ICC Test Rankings) শীর্ষে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। স্টিভ স্মিথকে (Steve Smith) সরিয়ে তিনি ফের আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন কোহলি। নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তনের পর মাত্র তিন ইনিংসেই বাজিমাত করছিলেন স্টিভ স্মিথ। অ্যাসেজে দুরন্ত পারফরম্যান্স করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন স্টিভ স্মিথ। সেটা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। ঠিক তিন মাস পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই স্মিথকে সরিয়ে সিংহাসন দখল করলেন কোহলি।
বুধবার আইসিসি-র প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট কোহলি। অন্যদিকে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে নেমে গেলেন স্টিভ স্মিথ। ৮৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চার নম্বরে চেতেশ্বর পূজারা। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১২ ধাপ ওপরে উঠে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান না পেলেও ইডেন গার্ন্সে দ্বিতীয় টেস্টে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। আর তার পরেই স্মিথের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টেই রান পাননি স্মিথ। গাব্বায় প্রথম টেস্টে ৪ রান আর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে করেন ৩৬ রান। আর তাতেই রেটিং পয়েন্ট কমে যায় স্মিথের। স্টিভকে টপকে যান বিরাট। আরও পড়ুন: Subhash Chandra Bose: নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ সম্পর্কিত সমস্ত ফাইল ডিক্লালিফাইড করা হয়েছে, সংসদে জানাল কেন্দ্রীয় সরকার
অন্যদিকে বোলিংয়ে দশ নম্বরে ঢুকে পড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। বল হাতে এই মুহূর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে রয়েছেন শামি। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে এলেন শামি। প্রথম দশের মধ্য়ে ৫ নম্বরে জসপ্রীত বুমরাহ ও ৯ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন।