IPL Auction 2025 Live

Hardik Pandya Ruled Out: সারেনি চোট, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

পাণ্ডিয়ার অস্ত্রোপচারের প্রয়োজন হলে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মেডিক্যাল টিম। দু'সপ্তাহ আগে পাণ্ডিয়াকে নেটে বল করার পরামর্শ দিয়েছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা।

Hardik Pandya Injured taken for Scan (Photo Credit: BCCI/ X)

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের লিগ ম্যাচে পা দিয়ে বল থামাতে গিয়ে গোড়ালির চোটের কারণে আরও দুই মাসের জন্য মাঠের বাইরে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পান্ডিয়াকে দেখা যাবে না। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে সিরিজেও পান্ডিয়াকে দেখা যাবে না। বাংলাদেশের ওপেনার লিটন দাসের (Litton Das) একটি শট ঠেকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন বরোদার এই অলরাউন্ডার। ডান পায়ে চোট পেয়ে মাটিতে বসে পড়েন তিনি, উঠে দাঁড়াতেও বেশ অস্বস্তিত পড়েন তিনি। পরে পুনর্বাসনের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয় পান্ডিয়াকে। তারপর চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। Mohammed Siraj Missing Dad Post: ভারত বিশ্বকাপ ফাইনালে ওঠার পর পিতাকে স্মরণ মহম্মদ সিরাজের (দেখুন পোস্ট)

পান্ডিয়ার অস্ত্রোপচারের প্রয়োজন হলে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মেডিক্যাল টিম। দু'সপ্তাহ আগে পান্ডিয়াকে নেটে বল করার পরামর্শ দিয়েছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা। সাপোর্ট স্টাফরা চাননি, তিনি গোড়ালিতে বেশি চাপ দিন। জানা গিয়েছে, প্রথম তিন বলে পান্ডিয়াকে কোনও সমস্যায় পড়তে হয়নি। পরের ডেলিভারির জন্য নিজের বোলিংয়ের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। চতুর্থ বলের সময়েই পায়ে একটু ব্যথা অনুভব করেন তিনি। ডান পায়ের গোড়ালিতে কী যন্ত্রণা হচ্ছে, তা সাপোর্ট স্টাফদের জানান পান্ডিয়া। এনসিএ-র মেডিক্যাল টিম আরও একটি রাউন্ড স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটি পান্ডিয়ার পরিবর্ত হিসেবে পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) অনুমোদন দিয়েছে। ২৭ বছর বয়সী কৃষ্ণা ভারতের হয়ে ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন।