Asia Cup 2022: এশিয়া কাপ থেকে বিদায় ভারতের, টিম ম্যানেজমেন্টের সমালোচনায় হরভজন সিং
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচে হেরে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছে ভারত। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) শ্রীলঙ্কার কাছে ভারতের হারের পর টুইটারে টিম ম্যানেজমেন্টের (Indian Team Management) সমালোচনা করেছেন। দল বাছাই নিয়েও তিনি কয়েকটি প্রশ্ন তোলেন। উমরান মালিক (Umran Malik), দীপক চাহার (Deepak Chahar) ও দীনেশ কার্তিককে না খেলানো নিয়ে সরব হন প্রাক্তন এই ক্রিকেটার। হরভজন টুইটে লেখেন, "উমরান মালিক কোথায় (১৫০ কিমি গতি)? কেন দীপক চাহার (উচ্চ মানের সুইং বোলার) নেই? আমাকে বলুন যদি এই ছেলেরা সুযোগের যোগ্য না হয়? কেন দীনেশ কার্তিক (Dinesh Karthik) ধারাবাহিকভাবে সুযোগ পান না? হতাশাজনক।"
পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচে হেরে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছে ভারত। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) শ্রীলঙ্কার কাছে ভারতের হারের পর টুইটারে টিম ম্যানেজমেন্টের (Indian Team Management) সমালোচনা করেছেন। দল বাছাই নিয়েও তিনি কয়েকটি প্রশ্ন তোলেন। উমরান মালিক (Umran Malik), দীপক চাহার (Deepak Chahar) ও দীনেশ কার্তিককে না খেলানো নিয়ে সরব হন প্রাক্তন এই ক্রিকেটার। হরভজন টুইটে লেখেন, "উমরান মালিক কোথায় (১৫০ কিমি গতি)? কেন দীপক চাহার (উচ্চ মানের সুইং বোলার) নেই? আমাকে বলুন যদি এই ছেলেরা সুযোগের যোগ্য না হয়? কেন দীনেশ কার্তিক (Dinesh Karthik) ধারাবাহিকভাবে সুযোগ পান না? হতাশাজনক।"
প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিরুদ্ধে ১৮১ রান তোলে ভারত। কিন্তু বোলাররা দলকে জেতাতে ব্যর্থ হন। মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজ পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও আগে ব্যাট করে রোহিত শর্রা ১৭৩ রান করেন। রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় লঙ্কানরা। জয়ে বড় ভূমিকা রাখে কুসল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার ৯৭ রানের উদ্বোধনী জুটি। আরও পড়ুন: Asia Cup 2022: ম্যাচ হেরে পাকিস্তানি সমর্থকদের মার আফগানদের, ভাঙচুর করা হল স্টেডিয়াম; দেখুন ভিডিও
বুধবার শেষ ওভারের থ্রিলারে পাকিস্তান দল আফগানিস্তানকে হারিয়ে দেওয়াতে ফাইনালে ওঠার ভারতের ক্ষীণ আশাও শেষ হয়ে যায়। বৃহস্পতিবার টুর্নামেন্টের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।