Graeme Swann on Sanju Samson: সঞ্জু স্যামসন যেন তরুণ এমএস ধোনি, মনে করেন গ্রায়েম সোয়ান

রাজস্থান রয়্যালসের শুরুটা দারুণ হলেও পরপর কয়েকটা ম্যাচ হেরে ফের ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে শীর্ষ-৩-এ জায়গার করে নিয়েছে

MS Dhoni With Sanju Samson (Photo Credit: IPL/ Twitter)

আইপিএল ২০২৩ প্রায় শেষের দিকে, দিনে দিনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের আসরের আন্দাজ করা আরও কঠিন হয়ে যে কার কাছে যাবে আইপিএল ট্রফি। বিশেষ করে কোন দলগুলো প্লে-অফে জায়গা করে নেবে, তা নিয়ে চলছে নানা প্রচুর জল্পনা-কল্পনা। এখনও পর্যন্ত ৭৪টি ম্যাচের মধ্যে ৫৫টি ম্যাচ খেলে ১০ দলের মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে শুধু দিল্লি এবং কলকাতা। প্রচুর নাটকীয় শেষ বলের ফিনিস সমর্থকদের রোমাঞ্চ ধরে রেখেছে। JioCinema-এর আইপিএল বিশেষজ্ঞ গ্রেম সোয়ান প্লে-অফের দৌড় নিয়ে কথা বলেছেন, 'বিভিন্ন দল কতটা ভালো খেলছে, সেটা সত্যিই অসাধারণ। এই আইপিএলে যে কেউ যে কাউকে হারাতে পারত। আমি পাঁচ-ছয় বছর ধরে টুর্নামেন্ট কভার করে আসছি, আর সব সময় এমন দুটি দল আছে যারা সবার চেয়ে অনেক এগিয়ে।'

'গুজরাত এই মুহূর্তে সবচেয়ে সফল দল, তবুও কাল যে কারও কাছে হারতে পারে তারা। আর এই টুর্নামেন্টের শুরুতে দিল্লি যে একেবারে তলানিতে ছিল, সেটা সত্যি।' সব প্রতিভা থাকা সত্ত্বেও তারা পারফর্ম করতে পারেনি। রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে এমএস ধোনির সঙ্গে তুলনা করেন সোয়ান। তিনি বলেন, সঞ্জু সম্পর্কে আমার যেটা ভাল লাগে, যেমন বলেছিলাম, আইপিএল কভার করার পাঁচ-ছ'বছরের মধ্যে ও আরও বেশি করে নেতা এবং ধারাবাহিক সিনিয়র প্লেয়ার হয়ে উঠেছে, যা ওর প্রতিভাকে ইঙ্গিত করেছে। আমার মনে হয় এখন সে রাজস্থানের জন্য প্রায় মিস্টার ডিপেন্ডেবল। এবং ও খুব শান্ত; ও খুব নিশ্চিত; ও একজন তরুণ এমএস ধোনির মতো। সে শান্ত, মেজাজ হারায় না। কী হচ্ছে তা তিনি জানেন এবং খেলাটা ভালোভাবে পড়েন বলেও জানান তিনি।'