Glenn Maxwell: দিল্লিতে নয়া রেকর্ড, একদিনের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল
বুধবার দিল্লিতে আয়োজিত নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড।
বুধবার দিল্লিতে (Delhi) আয়োজিত নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়ার (AUS vs NED) ম্যাচে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। মাত্র ৪০ বলে শতরান করে একদিনের বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি (fastest World Cup century) করলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।