Gabba Stadium to be Demolished: ভেঙ্গে ফেলা হবে 'দ্য গাব্বা'! ২০৩২ অলিম্পিকের জন্য গাব্বা ক্রিকেট স্টেডিয়ামের নবনির্মাণ

ভেন্যুটির বর্তমান ধারণক্ষমতা ৪২ হাজার, যা ৫০ হাজারে উন্নীত হতে যাচ্ছে। ২০২৫ সালের হোম অ্যাসেজ টেস্টের পর এই পুনর্বিকাশ শুরু হতে যাচ্ছে এবং কাজ ২০৩০ সাল পর্যন্ত চলবে।

Brisbane Cricket Stadium 'The Gabba' (Photo Credit: CRICKETMAN2/ X)

ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম যা 'দ্য গাব্বা' নামে পরিচিত সেখানে নবনির্মাণের কাজ শুরু হতে চলেছে। গাব্বায় একটি বিশ্বমানের সুবিধা তৈরি করতে প্রায় ২.৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (১.৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে। আগামী ২০৩২ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য অলিম্পিকের প্রস্তুতি সম্পন্ন করতে এই সিদ্ধান্ত। কারণ, আজ থেকে নয় বছর পর বহুজাতিক এই আসরের কেন্দ্রস্থল হতে যাচ্ছে গাব্বা। কুইন্সল্যান্ড রাজ্যের ডেপুটি প্রাইমার স্টিভেন মাইলস (Steven Miles) এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে এই পুনর্বিকাশ দেশের অন্যতম আইকনিক ক্রীড়া ভেন্যুর ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। ভেন্যুটির বর্তমান ধারণক্ষমতা ৪২ হাজার, যা ৫০ হাজারে উন্নীত হতে যাচ্ছে। ২০২৫ সালের হোম অ্যাসেজ টেস্টের পর এই পুনর্বিকাশ শুরু হতে যাচ্ছে এবং কাজ ২০৩০ সাল পর্যন্ত চলবে। CWC Final Celebration in Abu Dhabi GP: আবুধাবি জিপিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ জয় উদযাপন ফর্মুলা ১ ড্রাইভার অস্কার পিয়াস্ট্রির

শুক্রবার মাইলস জানান, এই প্রকল্প গাব্বার জন্য চারটি সম্ভাব্য বিকল্পের মূল্যায়ন করেছে এবং শহরের জন্য সর্বোত্তম সম্ভাব্য ফলাফলের জন্যই পুনর্নির্মাণ করা হবে। কারণ, একটি ভালভাবে সংযুক্ত স্টেডিয়াম বেশ গুরুত্বপূর্ণ এবং এটি শহুরে নবায়নকে বাড়িয়ে তুলবে। এর ফলে অস্ট্রেলিয়া, ব্রিসবেন হেড এবং ব্রিসবেন লায়ন্স (এএফএল), স্টেডিয়াম অনুমোদিত দলগুলি আপাতত একটি নতুন স্থানে চলে যাবে প্রায় চার বছরের জন্য।

২০২১ সালের আগে অস্ট্রেলিয়ার অজেয় দুর্গ ছিল গাব্বা যা ভারত ভেঙে দেয় এবং সমস্ত ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেয়। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলগুলো খেলে তাঁরাও কিছু বিশেষ করতে পারেনি এবং এর আগে ৩২ বছরের খুব বেশী ড্র-এর ধারাই বজায় রাখে। আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পুরুষ দলের হয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে যাচ্ছে গাব্বা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement