IPL Auction 2025 Live

ENG vs AUS, Toss Update & Playing XI: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের; জানুন দু'দলের একাদশ

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

Ben Stokes (Photo Credit: ESPNCricinfo/ X)

আজ ৪ নভেম্বর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে বিশ্বকাপের ৩৬তম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ছয় ম্যাচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। ছয় ম্যাচে এক জয়ে পয়েন্ট তালিকার শেষ স্থানে রয়েছে ইংল্যান্ড। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্টে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে অস্ট্রেলিয়া, ৩টিতে জিতেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৩৪২ রান, ইংল্যান্ডের সর্বোচ্চ ২৪৭ রান এবং ৯৩ রান ইংল্যান্ডের সর্বনিম্ন এবং ৯৪ রান অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান রয়েছে বিশ্বকাপে। এই ম্যাচ জুড়ে পিচ ভারসাম্য বজায় রেখে ব্যাটসম্যান এবং বোলার উভয়কেই যথেষ্ট সমর্থন করবে। শেষ পাঁচ ম্যাচে প্রথম ইনিংসে গড় ২২৫ রান। যে দল টস জিতবে তারা হয়তো বল করতে চাইবে। ENG vs AUS, ICC ODI World Cup Live Streaming: অজির জয়রথের পথে কি বাধা হয়ে দাঁড়াতে পারবে দুর্বল ইংল্যান্ড; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, দলে কোনো পরিবর্তন নেই। অজি দলে ম্যাক্সওয়েল ও মার্শের পরিবর্তে এসেছেন স্টোইনিস ও ক্যামরন গ্রিন।

ইংল্যান্ডের একাদশঃ জনি বেয়ারস্টো, দাওয়িদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/ উইকেটরক্ষক), মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

অস্ট্রেলিয়ার একাদশঃ ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।