Chennai Super Kings Team Dances: নতুন গানে উদ্দাম নাচছে চেন্নাই সুপার কিংস টিম, খুশি ভিগনেশ শিভন
“কাথু ভাকালু রেন্ডু কাঁধাল”(Kaathu Vaakula Rendu Kaadhal) ছবির পরিচালক ভিগনেশ শিভনের মুখে চওড়া হাসি। কারণ তাঁর আসন্ন ছবির জনপ্রিয় গান “টু টু টু আই লাভ ইউ টু নাজমা, আই লাভ ইউ টু”-র তালে নাচছে গোটা চেন্নাই সুপার কিংস টিম।
চেন্নাই, ২৫ এপ্রিল: “কাথু ভাকুলা রেন্ডু কাঁধাল”(Kaathu Vaakula Rendu Kaadhal) ছবির পরিচালক ভিগনেশ শিভনের মুখে চওড়া হাসি। কারণ তাঁর আসন্ন ছবির জনপ্রিয় গান “টু টু টু আই লাভ ইউ টু নাজমা, আই লাভ ইউ টু”-র তালে নাচছে গোটা চেন্নাই সুপার কিংস টিম। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, নয়নতারা, ও বিজয় সেতুপথি।
সিএসকে-র অফিশিয়াল পেজে এই নাচের ভিডিও আপলোড হয়েছে। স্বাভাবিক ভাবেই ছবি মুক্তির আগে আইকন প্লেয়ারদের এমন নাচে খুশি ভিগনেশ শিভন।