নায়িকা আশরাতি শেঠিকে বিয়ে করছেন মনীশ পান্ডে? জানুন কে এই সুন্দরী অভিনেত্রী

ভারতের মিডল অ্রর্ডার ব্যাটসম্যান মনীশ পান্ডে বিয়ে করতে চলেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জোর জল্পনা এক অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন মনীশ। কর্নাটকের তারকা এই ব্যাটসম্যান বিয়ে করতে পারেন দক্ষিণ ভারতের সিনেমার অভিনেত্রী আশরিতা শেঠিকে। মূলত তামিল ভাষার সিনেমাতেই দেখা গিয়েছে আশরিতাকে। ২০১০ সালে এক বিউটি কনটেস্ট জিতে কেরলের স্থানীয় তুলু ভাষায় প্রথমবার অভিনয় করেন আশরিতা।

মনীশ পান্ডে, আশরিতা শেঠি। (Photo Credits: Getty and Facebook)

মহম্মদ আজহারউদ্দিন, যুবরাজ সিং, হরভজন সিং, বিরাট কোহলি (Virat Kohli)-দের পর ভারতীয় দলে খেলা আরও ক্রিকেটার কোনও অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন। অন্তত জল্পনা এমনই। আগামী ২ ডিসেম্বর ভারতের মিডল অ্রর্ডার ব্যাটসম্যান মনীশ পান্ডে বিয়ে করতে চলেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জোর জল্পনা এক অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন মনীশ। কর্নাটকের তারকা এই ব্যাটসম্যান বিয়ে করতে পারেন দক্ষিণ ভারতের সিনেমার অভিনেত্রী আশরিতা শেঠি (Ashrita Shetty) কে।

মূলত তামিল ভাষার সিনেমাতেই দেখা গিয়েছে আশরিতাকে। ২০১০ সালে এক বিউটি কনটেস্ট জিতে কেরলের স্থানীয় তুলু ভাষায় প্রথমবার অভিনয় করেন ২৬ বছরের সুন্দরী আশরিতা। ২০১৩ সালে 'উধ্যম NH4'সিনেমার মাধ্যমে তামিল ভাষার টলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে তামিল ভাষার হিট ইন্দ্রজিৎ সিনেমায় অভিনয় করেন আশরিতা। আরও পড়ুন-পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সময় এসেছে কি না বিবেচনা করুক কেন্দ্র: RSS

'মিড ডে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ের এক হোটেলে দু-দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলবে। সেখানে উপস্থিতি থাকবেন আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবরা। মণীশ পাণ্ডের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করছেন অভিনেতা আশরিতা শেঠী। ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা প্রতিশ্রুতিবান ক্রিকেটার মনীশ বেশ কয়েক বছর চুটিয়ে খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে আবার জাতীয় দলে কড়া নাড়ছেন মনীশ। আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির পাশাপাশি নানা কৃতিত্ব মনীশের দখলে। ফিটনেস, ফিল্ডিং, ফিনিশার হিসাবে মনীশ আলাদা গুরুত্ব পান।



@endif