IPL Auction 2025 Live

BAN vs NZ Series: নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না তামিম-সাকিব, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্টতা চায় বিসিবি

সিনিয়রদের মধ্যে ক্ষমতার লড়াই এবং চোটের সমস্যা ছাড়াও মাঠে ও মাঠের বাইরে লিটন দাসের ব্যক্তিগত কারণে 'একাগ্রতা' নিয়ে উদ্বিগ্ন বিসিবি

Tamim Iqbal & Sakib-Al-Hasan (Photo Credit: Bangladesh Cricket/ Twitter)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও তামিম ইকবাল (Tamim Iqbal) জাতীয় দলের সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাখ্যা দিক। একের পর এক ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানার কথা আগেই বলেছেন অলরাউন্ডার সাকিব। এই মুহূর্তে চোটে ভুগছেন অধিনায়ক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে পারবেন না তিনি। অন্য দিকে প্রস্তুতির অভাবের কথা বলে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে লাল বলের সিরিজ থেক্ব নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মিডল অর্ডারে খেলতে অস্বীকৃতি জানানোয় দলে ছিলেন না এই অভিজ্ঞ ওপেনার। Mohammad Shami Slams Hasan Raza: বিশ্বকাপে হাসান রাজার ভারতকে নিয়ে অবান্তর বক্তব্যে ক্ষুব্ধ মহম্মদ শামি, পোস্ট ওগরালেন রাগ

নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে (The Daily Star) বিসিবির এক কর্মকর্তা বলেন, 'চোটের কারণে সাকিব নিউজিল্যান্ড সিরিজে নেই। ওর একটা পরিকল্পনা আছে এবং ওর নেতৃত্বের ভূমিকা এবং কোন ফরম্যাটে তারা [সাকিব ও তামিম] এগিয়ে যেতে চায় সেই ব্যাপারে আমাদের পরিষ্কার হওয়া দরকার। ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস (Jalal Yunus) দ্য ডেইলি স্টারকে বলেন, 'তামিম আমাদের জানিয়েছেন, গত এক মাস ধরে তিনি অনুশীলন করছেন না। যেহেতু তিনি কোনও ওয়ার্কআউট করেননি বা কোনও প্রস্তুতিও নেননি, তাই এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না। পরের ধাপের কথা তিনি আমাদের জানাবেন।'

সিনিয়রদের মধ্যে ক্ষমতার লড়াই এবং চোটের সমস্যা ছাড়াও মাঠে ও মাঠের বাইরে লিটন দাসের (Litton Das)ব্যক্তিগত কারণে 'একাগ্রতা' নিয়ে উদ্বিগ্ন বিসিবি। এরই মধ্যে বিশ্বকাপ অভিযানের মাঝপথে দুবার দল ছেড়েছেন লিটন। মাঠে বেশিরভাগ ম্যাচেই শুরু করতে পেরেও তার উইকেট সহজে দিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে বিসিবির ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন, 'লিটনকে নিয়ে আমরা নেগেটিভ নই, কিন্তু কোনো কারণে সে সবকিছুর ওপর কিছুটা ফোকাস হারিয়ে ফেলেছে।' উদ্বেগ সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) ও মেহেদী হাসান মিরাজকে (Mehidy Hasan Miraz) নিয়ে তিনি এখনো প্রার্থী।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন (Minhajul Abedin) আগেই জানিয়েছিলেন, ২০ নভেম্বরের মধ্যে দল ঘোষণা করা হতে পারে। এদিকে পরিচিত কন্ডিশনে বিশ্বকাপ অভিযানের দুঃস্বপ্ন দেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টের মাঝপথে টানা ছয় ম্যাচ হেরেছে তারা। এ পর্যন্ত উপমহাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে তারা। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলা টাইগার্স। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের স্থান নিয়ে সংশয় রয়েই গেছে।