Bangladesh Women’s Asia Cup 2024 Schedule: কাল থেকে শ্রীলঙ্কায় শুরু মহিলা এশিয়া কাপ, জানুন বাংলাদেশের সম্পূর্ণ সূচি

গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ আয়োজিত হবে ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে

BAN W T20I Team (Photo Credit: Bangladesh Cricket/ X)

আগামীকাল ২০২৪ মহিলা এশিয়া কাপ (Women’s Asia Cup 2024) টি-টোয়েন্টি ফরম্যাটে ডাম্বুলায় শুরু হবে চলবে ২৮ জুলাই অবধি। আয়োজক শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো বড় দলগুলোর সঙ্গে মহিলা প্রিমিয়ার কাপ ২০২৪ (Women’s Premier Cup 2024)-এর সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত, নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়া অংশ নেবে। গতবারের মতো রাউন্ডরবিন না করে এ বছর তারা দুটি গ্রুপে বিভক্ত হয়েছে। গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ আয়োজিত হবে ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ২৬ জুলাই সেমিফাইনালে খেলবে এবং ২৮ জুলাই শিরোপা লড়াইয়ে নামবে। এসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটে অনুষ্ঠিত গত আসরের মতো এবারও এই টুর্নামেন্টে শুধু মহিলা আম্পায়ার থাকবেন। Najmul Hossain Shanto on Rishad Hossain: টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত নন রিশাদ হোসেন, মনে করেন নাজমুল হোসেন শান্ত

এশিয়া কাপে বাকি শক্তিশালী দলদের চ্যালেঞ্জ জানাতে পারে, তাদের মধ্যে বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল (Bangladesh Women National Cricket) অবশ্যই সবচেয়ে শক্তিশালী দাবিদার। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলকে হারিয়ে শিরোপা জিতেছিল টাইগ্রেসরা।

বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আখতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, শোরিফা খাতুন, রিতু মনি, রুব্যা হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, ইসমা তানজিম, রাবেয়া খান, রুমানা আহমেদ, মারুফা আকতার, সাবিকুন নাহার জেসমিন।

বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের সূচি

২০ জুলাই- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডাম্বুলার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, সন্ধ্যা ৭টায়।

২২ জুলাই- বাংলাদেশ বনাম থাইল্যান্ড, ডাম্বুলার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, সন্ধ্যা ৭টায়।

২৪ জুলাই- বাংলাদেশ বনাম মালয়েশিয়া, ডাম্বুলার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ২টোয়।

২৬ জুলাই- সেমিফাইনাল, ডাম্বুলার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম

২৮ জুলাই- ফাইনাল, ডাম্বুলার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now