Imrul Kayes Retirement: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে অবসরের ঘোষণা বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েসের

২০০৭-০৮ মরসুমের জাতীয় ক্রিকেট লীগ ও শ্রীলঙ্কা একাডেমি সফরে নজর কেড়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাত্র দেড় বছর পর জাতীয় দলে খেলেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩.৭৩ গড়ে ৭৮৫৯ রান করেছেন তিনি। ইমরুল ও তামিমের প্রথম উইকেট জুটিতে ৪৫.৮০ গড় জুটি বাংলাদেশের যেকোনো উদ্বোধনী জুটির সেরা

Imrul Kayes (Photo Credit: @raisul_rifat88/ X)

Imrul Kayes Retirement: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস (Imrul Kayes)। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০১৯ সালে ভারতের বিপক্ষে তার শেষ টেস্ট খেলেন। সেটি ভারতে খেলা প্রথম দিন-রাত্রির টেস্ট ছিল। বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। ২০০৭-০৮ মরসুমের জাতীয় ক্রিকেট লীগ ও শ্রীলঙ্কা একাডেমি সফরে নজর কেড়ে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাত্র দেড় বছর পর জাতীয় দলে খেলেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩.৭৩ গড়ে ৭৮৫৯ রান করেছেন তিনি। তার শেষ লাল বলের ম্যাচ খুলনা বিভাগের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে। তবে সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেননি তিনি। কেরিয়ারের সেরা সময়ে কায়েস তামিম ইকবালের সাথে উদ্বোধনী জুটি গড়তেন, এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল উদ্বোধনী জুটি ছিল। WI vs BAN Test Series: বাংলাদেশের জন্য বড় ধাক্কা! ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত, পরিবর্তে শাহাদাত হোসেন দিপু

৫৩ ইনিংসে ৪৫.৮০ গড়ে ২৩৩৬ রান করেছেন তারা, পরের সেরা জুটির স্কোর মাত্র ৬৬৫ রানের জাভেদ ওমর ও নাফিস ইকবালের মধ্যে। ইমরুল ও তামিমের প্রথম উইকেট জুটিতে ৪৫.৮০ গড় জুটি বাংলাদেশের যেকোনো উদ্বোধনী জুটির সেরা। ইকবাল ও কায়েসের স্মরণীয় জুটির মধ্যে রয়েছে ২০১০ সালে লর্ডসে উদ্বোধনী জুটিতে ১৮৫ রানের উদ্বোধনী জুটি এবং ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে কায়েসের সব মিলিয়ে চারটি অর্ধশতরান ও তিনটি সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের হয়ে ৭৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কায়েস, সাদা বলের দুই ফরম্যাটে গড় যথাক্রমে ৩২.০২ ও ৯.১৫। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ থেকে ইমরুল এখন ৭০ রান দূরে। ১৬ নভেম্বর মিরপুরে শুরু হবে তার বিদায়ী ম্যাচ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now