BAN vs NZ 2nd Test Toss: ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ, জানুন দু' দলের একাদশ

ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ

BAN vs NZ Toss Update (Photo Credit: Bangladesh Cricket/ X)

আজ বাংলাদেশের ঢাকায় আয়োজিত হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। এটি আগামী ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শেষ সিলেট টেস্টে বাংলাদেশ ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়িয়েছে। ঢাকার মিরপুরের পিচ বেশিরভাগ সময় স্পিনকেই বেশী সাহায্য করে। সেই কারণে ম্যাচ যত এগোয়, ততই ব্যাটিং করা কঠিন হয়ে যায় এই পিচে। এছাড়া পিচের ক্র্যাক যত চওড়া হবে, স্পিনাররা মাঠে তত সাহায্য পায়। সেই কারণে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড মোট ১৮টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ দুটিতে জয় পেয়েছে, আর নিউজিল্যান্ড ১৩টিতে জয় পেয়েছে। দলগুলো তিনবার ড্র করেছে। BAN vs NZ 2nd Test: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

টসঃ ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ, দলে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া নিউজিল্যান্ডের দলে একমাত্র পরিবর্তন হল ইশ সোধির জায়গায় মিচেল স্যান্টনার।

বাংলাদেশের একাদশঃ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শোরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশঃ টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।