BAN vs NZ 1st Test Day 4 Stumps: কিউইদের চরম দুর্দশা, জয় থেকে মাত্র তিন উইকেট দূরে বাংলাদেশ
নিউজিল্যান্ডের স্কোর ৪৯ ওভারে ১১৩ রানে ৭ উইকেট। এখনও তারা পিছিয়ে রয়েছে ২১৯ রানে অন্যদিকে, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র তিন উইকেট
খারাপ আলোর জন্য সিলেটের চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেলেও বাংলাদেশ জয় থেকে তিন ধাপ দূরে। আজ প্রথম টেস্টের চতুর্থ দিনে শেষ সেশনে যখন কিউইরা ব্যাট করতে নামে তখন তারা আগে থেকেই বেশ বিপাকে। তখন তাইজুল ইসলাম (Taijul Islam) ২২ রানে ডেভন কনওয়েকে (Taijul Islam) ফিরিয়ে দিলে দ্রুত উইকেট পড়তে থাকে। একে একে টম ব্লান্ডেল (Tom Blundell), কাইল জেমিসনকে (Kyle Jamieson) যথাক্রমে ৬ এবং ৯ রানে ফেরান তাইজুল। এছাড়া গ্লেন ফিলিপসকে (Glenn Phillips) ১২ রানে ফেরান নাঈম হাসান (Nayeem Hasan)।BAN vs NZ 1st Test Day 4 Tea: শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে কিউইরা, জয়ের দিকে পা বাড়িয়ে বাংলাদেশ
দিনের শেষে চরম দুর্দশায় খেলা শেষ করে নিউজিল্যান্ড। তাদের স্কোর ৪৯ ওভারে ১১৩ রানে ৭ উইকেট। কাল খেলা শুরু করবেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং ইশ সোধি (Ish Sodhi) এখনও তারা পিছিয়ে রয়েছে ২১৯ রানে অন্যদিকে, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র তিন উইকেট। আজ বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন তাইজুল। ১টি করে উইকেট নিয়েছেন শোরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশ যথাক্রমে দুই ইনিংসে ৩১০ এবং ৩৩৮ রান করেছে।