BAN vs NZ 1st Test Day 2: তাইজুলের অনবদ্য বোলিং, উইলিয়ামসনের শতক; ৮ উইকেট খুইয়ে কিউইদের স্কোর ২৬৬

কেন উইলিয়ামসন তাঁর ২৯তম শতক করলেন আজ। তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন।

BAN vs NZ (Photo Credit: Bangladesh Cricket/ X)

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে আছে আয়োজকরা। কেন উইলিয়ামসনের শতরান সত্ত্বেও আর কোনো ব্যাটসম্যানের তরফ থেকে বড় না আসায় খেলায় এখনও এগিয়ে রয়েছে বাংলাদেশ। কাল সারাদিন বাংলাদেশ ব্যাটিং করার পর আজ সকালেও ব্যাট করতে নামে শেষ উইকেটের জন্য কিন্তু কোনো রান না যোগ করেই ৩১০ রানে শেষ হয় তাঁদের ইনিংস। এরপর ব্যাট করতে নেমে দ্রুত তিনটি উইকেটে ল্যাথাম, কনওয়ে এবং নিকোলাস ফিরে যান। কিউইদের বোর্ডে তখন ১০০ রানও হয়নি। এরপর উইলিয়ামসন ড্যারিল মিচেলের সঙ্গে জুটি বেঁধে দলকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু ৪১ রানে ফিরে যান মিচেল। Mohammad Hafeez on Haris Rauf: কেন হারিস পাননি বিবিএলের 'NOC', কারণ তুলে ধরলেন মহম্মদ হাফিজ

দেখুন কেন উইলিয়ামসনের শতক

এরপর একা উইলিয়ামসনের শতকের সঙ্গে দল ২৫০ রান পার করলে অন্য়তরফ থেকে উইকেট পড়তেই থাকে। শেষ উইলিয়ামসনও তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান। আগামীকাল সকালে কিউইদের হয়ে মাঠে নামবেন অধিনায়ক টিম সাউদি এবং কাইল জেমিসন। আজ ৮ উইকেট খুইয়ে ২৬৬ রান করেছে নিউজিল্যান্ড, পিছিয়ে রয়েছে ৪৪ রানে। এদিকে, ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে গতকাল কেউ শতক না করলেও সবার মিলিত চেষ্টায় স্কোর ৩০০ পার হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমাদুল হাসান জয় (৮৬)। সেইরকমই আজ বোলাররাও সম্মিলিতভাবে দারুণ পারফর্ম করেন। তাইজুল শতকবীর কেন উইলিয়ামসনকে ছাড়াও আউট করেন টম ল্যাথাম, ড্যারেল মিচেল এবং ইশ সোধিকে। এছাড়া একটি করে নেন শোরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নায়েম হাসান এবং মমিনুল হক।