BAN U19 vs NEP U19 Scorecard: নেপালকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে জয় বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের
অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বাংলাদেশের সব বোলাররাই উইকেট নিয়ে ৪৫.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় নেপালকে। তামিন ৫২ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন। এর আগের ম্যাচেও আফগানিস্তানকে ৪৫ রানে হারায় তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
Bangladesh U19 vs Nepal U19 Scorecard: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (ACC U19 Asia Cup) ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ের মাঠে আজ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বাংলাদেশের সব বোলাররাই উইকেট নিয়ে ৪৫.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় নেপালকে। এই দলের হয়ে সবচেয়ে বেশী ৪৩ রান করেন ওপেনার অভিষেক ত্রিপাঠী। এছাড়া উইকেটরক্ষক উত্তম মগর এবং অভিষেক তিওয়ারি ২৯ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোর করতে পারেনি। বাংলাদেশের হয়ে আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মহম্মদ রিজান হোসেন ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট পান সাদ ইসলাম রাজিন, রফি উজমান রফি, আজিজুল হাকিম তামিন। WI vs BAN 2nd Test Day 2 Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম নেপাল অনূর্ধ্ব-১৯ স্কোরকার্ড
এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথম ১ রানেই তাঁদের প্রথম উইকেট হারায় কিন্তু এরপর ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন অধিনায়ক তামিন। যুবরাজ খাত্রি প্রথম উইকেট নিয়ে বাংলাদেশের ওপর আঘাত হানেন এবং এই জুটি ভাঙেন। আবরারকে ৫৯ রানে আউট করার পরের বলেই মোহাম্মদ শিহাব জেমসকে শূন্য রানে ফেরান যুবরাজ। নেপালের এই বোলার উইকেটরক্ষক ফরিদ হাসান ফয়সালকে ১৩ রানে আউট করার পরের বলেই ফের ০ রানে আউট করেন রিজান হোসেনকে। কিন্তু অধিনায়ক তামিন ৫২ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন। এর আগের ম্যাচেও আফগানিস্তানকে ৪৫ রানে হারায় তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।