BAN A vs NZ A, 3rd Unofficial ODI Scorecard: অবশেষে জয় নিউজিল্যান্ডের, তবে সিরিজ দখল বাংলাদেশেরই
প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ৪৭.৩ ওভারেই বাংলাদেশকে ২২৭ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। এরপর সেই রান কিউইরা ৪৮.২ ওভারে তাড়া করে নেয় ৬ উইকেট খুইয়ে। ৪ উইকেট নিউজিল্যান্ডের এই জয় তাদের ওয়ানডে সিরিজের একমাত্র জয়।
Bangladesh A vs New Zealand A, 3rd Unofficial ODI Scorecard: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল ওয়ানডে (Unofficial ODI) সিরিজের ৩ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয় এই ম্যাচ। টসে জিতে আজ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ৪৭.৩ ওভারেই বাংলাদেশকে ২২৭ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। এরপর সেই রান কিউইরা ৪৮.২ ওভারে তাড়া করে নেয় ৬ উইকেট খুইয়ে। ৪ উইকেট নিউজিল্যান্ডের এই জয় তাদের ওয়ানডে সিরিজের একমাত্র জয়। এর আগে প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ আগেই জয়ী হয়েছে বাংলাদেশ। আজকের জয়ে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড আগামী ১৪ মে থেকে সিলেটেই প্রথম টেস্ট ম্যাচ খেলবে। BAN A vs NZ A, 3rd Unofficial ODI Live Scorecard: ইয়াসির আলি, নাসুম আহমেদের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ২২৭ অলআউট
বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে স্কোরকার্ড
রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি অবধি যেতে পারেনি। তবে সবার মিলিত প্রচেষ্টায় তারা টার্গেট অবধি যেতে পারে। কিউইদের হয়ে সবচেয়ে বেশী ৩৬ রান করেন ডিন ফক্সক্রফট (Dean Foxcroft)। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ (Nasum Ahmed), মোসাদ্দেক হোসেন (Mosaddek Hossain) এবং নাঈম হাসান (Nayeem Hasan) ২টি করে উইকেট পান। প্রথম ইনিংসের কথা বলতে গেলে বাংলাদেশের প্রথম দিকে কয়েকটি উইকেট পড়লে হাল ধরেন ইয়াসির আলি (Yasir Ali)। তিনি ৬৫ বলে ৬৩ রান করতে ৭টি চার এবং ৩টি ছক্কা মারেন। এছাড়া নাসুম আহমেদ ৯৬ বলে ৯টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। কিউই তারকা আদিত্য আশোকের (Adithya Ashok) ৩ উইকেটের সুবাদে ৪৭.৩ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)