Babar Azam Press Conference: সম্ভাব্য একাদশে তাঁর পরামর্শ নেই, গুজব উড়িয়ে নীরবতা ভাঙলেন বাবর আজম
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সম্ভাব্য ক্রিকেটার বাছাইয়ে সত্যিই তাঁর সঙ্গে পরামর্শ করা হয়নি কি না, জানতে চাওয়া হলে পাক অধিনায়কের জবাব ছিল স্পষ্ট।
গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে রামিজ রাজাকে (Ramiz Raja) সরিয়ে নাজাম শেঠিকে (Najam Sethi) এই পদে বসানো হয়েছে। এছাড়াও, শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবেও নির্বাচিত করা হয় তাছাড়া সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক (Abdul Razzaq) ও রাও ইফতিখার আঞ্জুমকে (Rao Iftikhar Anjum) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই তিনজনের আগমনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান টেস্ট দলে যোগ হয়েছে কিছু ক্রিকেটার, তাঁর পাশাপাশি একদিবসীয় খেলার জন্য সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে। ICC Most Runs in Men's Test 2022: টেস্টে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম, তালিকায় নেই কোনো ভারতীয়ের নাম
তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদিবসীয় সিরিজের সম্ভাব্য দল ঘোষণার আগে অধিনায়ক বাবর আজম (Babar Azam) বা কোচ সাকলাইন মুশতাকের (Saqlain Mushtaq) সঙ্গে কোনো আলোচনা হয়নি। কিন্তু সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নই উড়িয়ে দিলেন পাক অধিনায়ক। বাবরকে যখন প্রশ্ন করা হয় যে, সত্যিই কি এমনটা হয়। তখন বাবর সোজাসাপ্টা বলেন,তাঁর মনে হয় না এটা নিয়ে কথা বলার সঠিক সময়। তিনি মনে করেন, এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। ওয়ানডে যখন শুরু হবে, তখন ব্যাপারটা দেখবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিবর্তন ড্রেসিংরুমের পরিবেশকে প্রভাবিত করেছে কিনা, এমন প্রশ্নও করা হয় বাবরকে। অধিনায়ক অবশ্য জোর দিয়ে বলেছেন, ক্রিকেটারদের পুরো মনোযোগ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে। তাঁর কথায়, "আমরা চেষ্টা করছি যাতে দলের উপর কোনও প্রভাব না পড়ে। আমাদের কাজ খেলা এবং পারফর্ম করা। আমাদের ফোকাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দিকে, দলের বাইরে কী হচ্ছে তার দিকে নয়। আমরা যদি বাইরের বিষয়গুলোতে মনোযোগ দিতে শুরু করি, তাহলে আমাদের পারফরম্যান্স কমে যাবে।"
সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়। দিন শেষে ১৫ ওভার বাকি থাকতে বাবর দলের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন এবং করাচিতে সফরকারীদের ১৩৮ রানের লক্ষ্য দেন। নিউজিল্যান্ড শক্তিশালী সূচনা করে ৭.৩ ওভারে ১ উইকেটে .৬১ রান তুলে দিন শেষ করে। ২ জানুয়ারি থেকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।