Virat Kohli: কবে অবসর নেবেন বিরাট কোহলি? বিশ্বখ্যাত জ্যোতিষী জানিয়ে দিলেন সময়সীমা

গত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ওই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই সময় ভক্তদের চোখে ছিল জল।

Virat Kohli. (Photo Credits: X)

গত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ওই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। সেই সময় ভক্তদের চোখে ছিল জল। বিশ্বসেরা দল হওয়ার পর ওই মঞ্চ থেকেই আবেগঘন হয়ে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘোষণা হওয়ার পর থেকেই আশঙ্কা বারতে থাকে যে তাহলে কি এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন কিং কোহলি? তবে টেস্ট বা ওয়ানডে থেকে এখনই অবসর না নিলেও আগামী তিন বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার থেকে সন্ন্যাস নিতে পারেন তিনি। এমনটাই পূর্বাভাস দিলেন বিশ্বসেরা জ্যোতিষী গ্রিনস্টোন লোবো (Astrologer Greenstone Lobo)।

সাম্প্রতিক সময় তাঁর একাধিক ভবিষ্যতবাণী মিলেছিল। ২০২২-এ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জিতবে সেই ভবিষ্যতবাণী তিনি যেমন করেছিলেন। তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার জয় হবে তাও নিশ্চিতভাবে মিলে গিয়েছিল। বিরাট কোহলির অবসর নিয়ে তিনি বলেছেন ২০২৭-এ কেরিয়ারের অবিশ্বরণীয় পারফরম্যান্স দেওয়ার পর তিনি ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নিতে চলেছেন।



@endif