IPL Auction 2025 Live

Asia Cup 2023 Big Update: পিছিয়ে যাবে না এশিয়া কাপ, নিরপেক্ষ স্থান নিয়ে বিসিসিআইয়ের চাপ

দুবাইয়ে আইসিসি বৈঠকের ফাঁকে বার্তা বিনিময় হয়েছে, তবে এশিয়া কাপ স্থগিত করার কোনও আলোচনা বা প্রস্তাব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এশিয়া কাপ বাতিল হলে প্রথমে পিসিবিকে জানানো হবে

India-Pakistan in Asia Cup (Photo Credit: @CricCrazyJohns/ Twitter)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি, এশিয়া কাপ পাকিস্তানে না হলে তা স্থগিত বা বাতিল করা হতে পারে। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূত্র জানিয়েছে, তারা সদস্য দেশগুলোর কাছে এ ধরনের কোনো প্রস্তাব পাঠায়নি। পাকিস্তান মিডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিসিবি যদি নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ খেলতে রাজি না হয় এবং টুর্নামেন্টটি দেশ থেকে কেড়ে নেওয়া হতে পারে। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজনের অধিকার রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে। তবে বিসিসিআই সচিব এবং এসিসি চেয়ারম্যান জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট দল। 'হাইব্রিড মডেলে' এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি যেখানে পাকিস্তান নিজেদের মাটিতে ম্যাচ খেলবে এবং ভারত নিরপেক্ষ স্থানে খেলবে। ICC Men's Player of the Month: আইসিসির মাসিক সেরা খেলোয়াড়ের তালিকায় ফখর জামান, প্রবথ জয়সূর্যা এবং মার্ক চ্যাপম্যান

দুবাই, শারজাহ ও আবুধাবিতে তিনটি মাঠ নিয়ে ভাবনাচিন্তা চলছে। এসিসি বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা পিটিআইকে বলেন, দুবাইয়ে আইসিসি বৈঠকের ফাঁকে বার্তা বিনিময় হয়েছে, তবে এশিয়া কাপ স্থগিত করার কোনও আলোচনা বা প্রস্তাব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এশিয়া কাপ বাতিল হলে প্রথমে পিসিবিকে জানানো হবে। এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। তিনি আরও বলেন, 'অনুষ্ঠানটি স্থগিত বা বাতিল করতে হলে এসিসি নির্বাহী বোর্ডের সভা ডাকতে হবে। চেয়ারম্যান (শাহ) সাত দিনের মধ্যে (ভার্চুয়াল বা ফিজিক্যাল) সভা ডাকতে পারেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ধরনের কোনও বৈঠকের কথা জানানো হয়নি।'

এসিসি সূত্রে জানা গেছে, পিসিবি, এসিসি ও বিসিসিআইয়ের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক মেল আদান-প্রদানে ভারতীয় দলকে সর্বোচ্চ নিরাপত্তা ও সেরা আতিথেয়তার আশ্বাস দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বর্তমান স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের পক্ষে পাকিস্তান সফর করা কঠিন। অন্য বিষয়টি হল সরকারি সম্প্রচারক যে পরিমাণ অর্থ টেলিভিশন চুক্তিতে দিয়েছে, তার মধ্যে অন্তত দুটি নিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। যদি দুই দলই ফাইনালে ওঠে, তবে তৃতীয় ম্যাচটি হবে বড় জয়।