2nd & 3rd Warm-Up Match Result: ব্যাটিং-বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সহজ জয় বাংলাদেশের; বাতিল আফগানিস্তান-দক্ষিন আফ্রিকার ম্যাচ
শ্রীলঙ্কা- ২৬৩/৯ (৪৯.১ ওভার), বাংলাদেশ- ২৬৪/৩ (৪২ ওভার), ৭ উইকেটে জয়ী বাংলাদেশ; বাতিল আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার ম্যাচ
শুক্রবার গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির শেষ পর্ব শুরু করেছে বাংলাদেশ। মূলত বাংলাদেশের সুশৃঙ্খল বোলিং প্রচেষ্টা তাদের প্রতিপক্ষকে সাধারণত ভাল ব্যাটিং রানের তুলনায় কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সহায়তা করে। যেখানে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তানজিদ হাসান, লিটন দাস ও মেহেদী হাসান। ব্যাট করতে নেমে প্যাথুম নিসানকা ও কুশল পেরেরা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। এরপর নিসাঙ্কা ও কুশল মেন্ডিস রানের গতি ধরে রাখলেও একবার জুটি ভাঙার পর শ্রীলঙ্কা পথ হারিয়ে ফেলে। তাদের অনেক ব্যাটসম্যানই ভালো শুরু করতে ব্যর্থ হলেও ধনঞ্জয়া ডি সিলভার অর্ধ-শতক কিছু সহায়তার করে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। এরপর তানজিদ ও লিটনের উদ্বোধনী জুটি ১৩১ রানের অনবদ্য জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। তবে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার হয়ে মাহেশ থিকসানা বোলিং করেননি। PAK vs NZ 1st Warm-Up Result: ৪৩ ওভারেই ৩৫০ রান তাড়া করে অসাধারণ জয় নিউজিল্যান্ডের
টানা বৃষ্টিতে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়।