Cricket World Cup 2023 Prize Money: বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি, চ্যাম্পিয়ন রানার্সরা ছাড়াও সবার জন্য থাকছে পুরস্কার (দেখুন টুইট)
আইসিসির এ বারের ওডিআই বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা। যার মধ্যে চ্যাম্পিয়নরা পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা দাঁড়াবে ৩৩ কোটি ২৪ লক্ষ ২০ হাজার টাকা।
দুর্গাপুজোর পাশাপাশি কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের ( ICC Cricket World Cup 2023) । তারই মধ্যে আইসিসির পক্ষ থেকে এই মেগা ইভেন্টের প্রাইজমানি (ICC Cricket World Cup 2023 Prize money) ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দল এবং ভারতের ১০টি শহরে খেলবে টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ১০টি দল।অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হয়ে ক্রিকেটের মহাযুদ্ধ চলবে নভেম্বর এর ১৯ তারিখ অবধি।
আইসিসির এ বারের ওডিআই বিশ্বকাপে মোট ১ কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা। যার মধ্যে চ্যাম্পিয়নরা পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা দাঁড়াবে ৩৩ কোটি ২৪ লক্ষ ২০ হাজার টাকা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯ নভেম্বর আইসিসি ওডিআই বিশ্বকাপের ফাইনালের রানার্সরা পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তা হবে ১৬ কোটি ৬২ লক্ষ ১০ হাজার টাকা।
তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও দলগুলি খালি হাতে দেশে ফিরবে না।নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮৩ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা। আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য যে কোনও টিম পাবে ৪০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৩ লক্ষ ২৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে। ভারতীয় মুদ্রায় যা ৬ কোটি ৬৪ লক্ষ ৮৪ হাজার টাকার সমান।