Cricket Coach Attacked: গুলিবিদ্ধ প্রখ্যাত ক্রিকেট কোচ রাম লাল জাদভ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
মুখে মাস্ক পরা কয়েকজন দুষ্কৃতী কলেজে ঢুকে রাম লালকে উদ্দেশ করে গুলি ছোড়েন। গুলি সোজা এসে লাগে কোচের পেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বারানসি, ১ মেঃ প্রখ্যাত ক্রিকেট কোচ রাম লাল জাদভকে (Ram Lal Yadav) গুলি করা হয়েছে। সোমবার সকালে বারানসি (Varanasi) ডিএভি ইন্টার কলেজ ক্যাম্পাসে কয়েকজন দুষ্কৃতী দ্বারা গুলি করা হয় বর্ষীয়ান ক্রিকেট কোচকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাম লাল জাদভ।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এদিন সকালে কলেজ পৌঁছান প্রবীণ কোচ (Ram Lal Yadav)। মুখে মাস্ক পরা কয়েকজন দুষ্কৃতী কলেজে ঢুকে রাম লালকে উদ্দেশ করে গুলি ছোড়েন (Cricket Coach Attacked)। গুলি সোজা এসে লাগে কোচের পেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যদিকে গুলি করা মাত্রই এক মুহূর্ত সময় নষ্ট না করে কলেজের গেট দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ কোচকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই জানা যাচ্ছে।
পুলিশের এক মুখপাত্র সূত্রে খবর, অপরাধীদের চেনার জন্যে কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে রাম লাল জাদভের (Ram Lal Yadav) উপর এমন হামলা হল, এই হামলার পিছনেই বা কার কী উদ্দেশ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।