Copa America 2021 Points Table: দুটো করে ম্যাচ খেলে ব্রাজিল, আর্জেন্টিনা এখন কোন জায়গায় দাঁড়িয়ে

কোপা আমেরিকায় দশ দলের টুর্নামেন্টের শুরুটা হয়েছে গ্রুপ পর্ব থেকে। দুটি গ্রুপে দশটি দলকে ভাগ করা হয়েছে। পাঁচ দলীয় গ্রুপে প্রতিটি দেশ চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। একটা করে দল দুটো গ্রুপ থেকেই বিদায় নেবে।

কোপা আমেরিকা টুর্নামেন্ট (Photo Credits: Conmbol Football Federation)

রিও ডি জেনিরো, ১৯ জুন: কোপা আমেরিকায় ( Copa America 2021) দশ দলের টুর্নামেন্টের শুরুটা হয়েছে গ্রুপ পর্ব থেকে। দুটি গ্রুপে দশটি দলকে ভাগ করা হয়েছে। পাঁচ দলীয় গ্রুপে প্রতিটি দেশ চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। একটা করে দল দুটো গ্রুপ থেকেই বিদায় নেবে। কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট হবে নকআউট ভিত্তিতে। গ্রুপ পর্বে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, উরুগুয়ের মত শক্তিধর দলগুলি দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। আয়োজক দেশ ব্রাজিল আছে গ্রুপ এ-তে। আর্জেন্টিনা আছে গ্রুপ বি-তে। ব্রাজিলের গ্রুপে আছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু, ইকুয়েডর। ব্রাজিল প্রথম ম্যাচে ভেনেজুয়েলা ২-০ ও পরের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। অন্যদিকে, আর্জেন্টিনার গ্রুপে আছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া। মেসিরা প্রথম ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে যায়। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। কোপা আমেরিকা কাপ ২০২১পয়েন্ট টেবিল

পরপর দুটো ম্যাচে জিতে ব্রাজিল এখন গ্রুপ এ-তে শীর্ষে। নেইমারদের গ্রুপে কলম্বিয়া আছে দু নম্বরে (৪ পয়েন্ট)। ২ টো ম্যাচে এক পয়েন্ট পেয়ে ভেনেজুয়েলা তিন নম্বরে। এই গ্রুপের বাকি দুটো দেশ ইকুয়েডর ও পেরু এখনও একটা ম্যাচ খেলে সেটিতে হারায় পয়েন্ট তালিকায় খাতা খোলেনি।কোপা আমেরিকা কাপ পয়েন্ট টেবিল

অন্যদিকে, গ্রুপ বি-তে দুটো ম্যাচ খেলে আর্জেন্টিনা ও চিলি সমান সংখ্যাক পয়েন্টে দাঁড়িয়ে। দুটো দেশই দুটো ম্যাচ খেলে একটিতে জিতেছে, একটিতে ড্র করেছে, পয়েন্ট ৪। তবে গোলপার্থক্যেও আর্জেন্টিনা ও চিলি সম অবস্থানে। গ্রুপে তিন নম্বর স্থানে আছে প্যারুগুয়ে (৩ পয়েন্ট)। গ্রুপের বাকি বাকি দুটি দেশ এখনও খাতা খোলেনি। চিলি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে দেওয়ার পর, দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায়। প্যারাগুয়ে একটা ম্যাচ খেলে একটাতেই জিতেছে। প্যারাগুয়ে ৩-১ গোলে হারায় বলিভিয়াকে।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে। আজ রাতে ভেনুজুয়েলা নামছে ইকুয়েডরের বিরুদ্ধে। আগামিকাল সকালে পেরু খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে বুধবার।