India at the Paris Olympics 2024 : নীরজেও হল না, প্যারিস অলিম্পিকে ভারতের সোনা জেতার সম্ভাবনা আর আছে কি
প্যারিস অলিম্পিক শুরুর আগে বিশেষজ্ঞরা ভারতের ১২-১৫টি পদক জেতার সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন। কেউ কেউ আবার বলেছিলেন, ১০-১২টি পদক এবার প্যারিসে জিততে পারে ভারত।
প্রায় সবাই ধরে নিয়েছিলেন টোকিও-র থেকে প্যারিসে (Paris Olympics 2024) ভারত বেশী পদক জিতছেই। টোকিও অলিম্পিকে ভারত ১টি সোনা, ২টি রুপো সহ মোট ৭টি পদক জিতেছিল। চলতি প্যারিস অলিম্পিক গেমস শেষ হতে আর দিন দুয়েক। ভারতের বেশীরভাগ ইভেন্টরই খেলা হয়ে গিয়েছে। শ্যুটিং, হকি, জ্যাভলিন থ্রো (অ্যাথলেটিক্স)- এই তিনটি খেলা থেকে পদক এসেছে। এখনও পর্যন্ত প্যারিসে ভারত মোট চারটে ব্রোঞ্জ ও একটি রুপো জিতেছে। আজ, শুক্রবার রাতে কুস্তির পুরুষ ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচে নামছেন আমন সেহেরাওয়াত। আমন জিতলে প্যারিস থেকে ভারতের ষষ্ঠ পদক আসবে। তাহলেও টোকিও-র চেয়ে একটা কম পদক জিতবেন ভারতীয় ক্রীড়াবিদরা। এরপর শনিবার গল্ফের ফাইনাল রাউন্ডে অদিতি অশোক, কুস্তিতে রীতিকা হুদা, আর অ্যাথলেটিক্সে দু-তিনটি কঠিন ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা নামছেন। কিন্তু সেই সব ইভেন্টে সোনা জেতাটা বড় অঘটন বলেই ধরা হবে। ২০০৮ বেজিংয়ের পর ২০২০ টোকিও গেমসে সোনা জিতেছিল ভারত। কিন্তু এবার আর প্যারিস অলিম্পিকের পোডিয়ামে জাতীয় সঙ্গীত বাজছে না।
এবার প্যারিস অলিম্পিকে ভারতের সোনা জয়ের প্রত্যাশা ছিল নীরজ চোপড়া (জ্যাভলিন), সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেঠি (ব্যাডমিন্টন/পুরুষদের ডবলস), শ্যুটিং ও কুস্তি থেকে একটি করে। কিন্তু পাকিস্তানের আর্শাদ নাদিমের রেকর্ড দূরত্বে (৯২.৯১ মিটার) জ্যাভলিন ছোঁড়ায় নীরজ-কে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়। লক্ষ্য সেনের চতুর্থ হওয়ার আক্ষেপ ছাড়া এবার ব্যাডমিন্টনে পুরোটাই হতাশার। তিনটি অলিম্পিক পর ব্যাডমিন্টন থেকে খালি হাত ফিরল ভারত। সাইরাজ-চিরাগ জুটি ভাল লড়লেও ফেভারিট তকমার চাপটা নিতে পারলেন না। সোনা তো দূরের কথা পদক জয়ের অনেক আগেই শেষ হয় স্বাত্বিক-চিরাগদের প্যারিস অভিযান। আরও পড়ুন-মাত্র ১ পদক পেয়েই ভারতের ৫ পদকের থেকে অনেক ধাপ এগিয়ে পাকিস্তান, কিন্তু কেন?
চলতি প্যারিসে অ্যাথলেটিক্সে একটি রুপো, শ্যুটিং থেকে তিনটি ও হকিতে একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। প্যারিস অলিম্পুকে মোট ৩৪টি খেলা হয়। তার মধ্যে ভারতীয়রা থাকে ১৭টি খেলা। তার মধ্যে ব্যাডমিন্ট বক্সিং, ভারত্তোলন, তিরন্দাজিতে পদক জেতার আশা ছিল। কিন্তু বিজেন্দর সিংয়ের ঐতিহাসিক পদকের পর পুরুষদের বক্সিংয়ে এবারও পুরুষ বক্সাররা পুরোপুরি হতাশ করলেন। লভলিনা কিছুটা লড়লেও মহিলা বক্সিংয়েও এবার শূন্যতা দেখা গেল। তিরন্দাজিতে তীরে এসে তরী ডোবে দু'বার। মিক্সড ইভেন্টে সেমিফাইনালে উঠেও পদক জেতা হল না। মহিলাদের ব্যক্তিগত বিভাগের সেমিফাইনালে উঠেও পদক জেতা হল না দীপিকা কুমারীর। ভারত্তোলনে ভাগ্য সঙ্গ দিল না চতুর্থ হওয়া মীরাবাঈ চানু-র। শ্য়ুটিংয়ে জোড়া পদক জেতা ইতিহাস গড়লেন মানু ভাকের। কিন্তু ২৫ মিটার এয়ার পিস্তলে মানু-তাঁর তৃতীয় পদকটা জেতার সম্ভাবনা ছিল। টেনিস, সাঁতার, জুডোয় প্যারিসে এবার একেবারে শুরুতেই ছিটকে গিয়েছিল ভারত। উদ্বোধনী অনুষ্ঠানের পতাকা বাহক শরত কমল হতাশ করলেও মণিকা বাত্রারা দারুণ লড়াই করেন। তবে টিটি-তে পদক জেতার কাছাকাছি যেতে পারেনি ভারত। সেলিং, রোয়িংয়ে দারুণ লড়লেন ভারতীয়রা।
তবে জলের লড়াইয়ের খেলা অলিম্পিক পদকের 'দিল্লি'এখনও অনেকটা দৌড়েই থাকল। ঘোড়া খেলায় ইকুয়েস্ট্রিয়নে কলকাতার ছেলে অনুশ আগরওয়াল নজর কাড়লেন। তবে ব্যক্তিগত বিভাগে ৫২ তম স্থানে থাকা অনুশ পদক জয়ের ধারেকাছে ছিলেন না। অ্যাথলেটিক্স-এর ট্রাক অ্যান্ড ফিল্ড থেকে বিক্ষিপ্ত কিছু ভাল ফল হয়েছে। কিন্তু সেই ভাল ফল থেকে পদক এবারও তেমন কাছে দেখালো না। টোকিও যদি অলিম্পিকে ভারতকে স্বপ্ন দেখায়, প্যারিস সেখানে বাস্তবে ফেরালো। ২০১৬ রিও অলিম্পিকে ভারত মাত্র দুটি পদক জিতেছিল (একটি রুপো, একটি ব্রোঞ্জ)। সেখান থেকে আট বছরে অলিম্পিকে দু পা এগিয়ে এক পা এগিয়ে গেল।
ভারত মিক্সড আর্চারি, ব্যাডমিন্টন, শ্যুটিং, ভারোত্তোলন-সহ সাতটি ইভেন্টে চতুর্থ স্থানে থেকে শেষ করে পদকের সুযোগ হাতছাড়া করেছে। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বুধবার চূড়ান্ত বাউটের আগে সোনার পদক রাউন্ডে পৌঁছে যাওয়া ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করা হয়।
প্যারিস অলিম্পিকে ভারতের পদক জয়ীরা-
১) নীরজ চোপড়া- রুপো (অ্যাথলেটিক্স, জ্যাভলিন থ্রো)
২) মানু ভাকের- ব্রোঞ্জ (শ্যুটিং, ১০ মিটার এয়ার পিস্তল)
৩) মানু ভাকের, সার্বজোত সিং- ব্রোঞ্জ (শ্যুটিং,১০ মিটার এয়ার পিস্তল/ মিক্সড ইভেন্ট)
৪) স্বপ্নিল কুশালে- ব্রোঞ্জ (শ্যুটিং, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন)
৫) ভারতীয় পুরুষ হকি দল- ব্রোঞ্জ