Breaking News: যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের,এবার পুরুষদের সমান ভারতীয় মেয়েদের ম্যাচ ফি
বিসিসিআই চুক্তিবদ্ধ ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়নের কথা ঘোষণা করেছে
নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের পর এবার পুরুষ ও মহিলাদের মধ্যে বৈষম্য দূর করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি হবে সমান।
আজ বিসিসিআই চুক্তিবদ্ধ ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য এই বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়নের ঘোষণা করেছে। বোর্ড সচিব জয় শাহ টুইট করে জানান-
বৈষম্য মোকাবেলার দিকে প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা খেলোয়াড়দের জন্য বেতন ইক্যুইটি নীতি বাস্তবায়ন করছি।
ভারতীয় ক্রিকেট লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করল যেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি একই হবে।
ভারতীয় মহিলা ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের মত প্রতি টেস্ট পিছু ১৫ লাখ, একদিনের ম্যাচ পিছু ৬ লাখ এবং টি২০ পিছু ৩ লাখ টাকা পাবে বলে জানিয়েছেন বোর্ড সচিব।