Tokyo Olympics 2020 Brazil vs Spain Final live :কখন কীভাবে দেখবেন অলিম্পিক ফুটবলে ব্রাজিল-স্পেন ফাইনাল ম্যাচ

আজ, শনিবার অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে নামছে ব্রাজিল-স্পেন। পরপর দুবার ফুটবলে অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে নামছে ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ দল। রিও অলিম্পিকে নিজের দেশের মাটিতে ফাইনালে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিলেন নেইমাররা।

টোকিও, ৭ অগাস্ট: আজ, শনিবার অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে নামছে ব্রাজিল-স্পেন। পরপর দুবার ফুটবলে অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে নামছে ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ দল। রিও অলিম্পিকে নিজের দেশের মাটিতে ফাইনালে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিলেন নেইমাররা। ২০১২ লন্ডন অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে মেক্সিকোর কাছে হেরে গিয়েছিল ব্রাজিল। অন্যদিকে, নিজের দেশের মাটিতে ১৯৯২ বার্সালোনা অলিম্পিকে সোনা জিতেছিল স্পেন।

ব্রাজিল-স্পেন দুটি দেশই পুরুষদের ফুটবলে অলিম্পিকে একবার করে সোনা জিতেছে। কিন্তু দুটো দেশই নিজের দেশের মাটিতে সোনা জিতেছে। এবারই প্রথম দেশের বাইরে পুরুষদের ফুটবলে অলিম্পিকে সোনা জয়ের চ্যালেঞ্জ ব্রাজিল ও স্পেনের সামনে। ১৯৯২-র পর এই প্রথম ইউরোপের কোনও দেশের সামনে পুরুষদের ফুটবলে সোনা জয়ের হাতছানি। অন্যদিকে, ২০০০৪ ও ২০০৮ পরপর পুরুষদের ফুটবলে সোনা জয়ী আর্জেন্টিনার নজিরকে ছোঁয়ার হাতছানি ব্রাজিলের সামবনে।

সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল। অন্যদিকে, আয়োজক দেশ জাপানকে অতিরিক্ত সময়ে করা গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। ব্রাজিল-স্পেন দুটো দলই চলতি অলিম্পিকে অপরাজিত। তবে গ্রুপ লিগে ব্রাজিল যেখানে একটা ম্যাচ ড্র করে, সেখানে স্পেন দুটি ম্যাচ ড্র করেছিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ১-০ গোলে হারায় ইজিপ্টকে। স্পেন সেখানে ৫-২ গোলে হারায় আইভরি কোস্টকে। নক আউট পর্বে ব্রাজিল কোনও গোল খায়নি। তবে গোল করেছে মাত্র একটি। সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনও গোল করতে পারেনি ব্রাজিল। সেখানে স্পেন নক আউট পর্বে করেছে মোট ৬টি গোল।

ভারতীয় সময় অনুসারে কখন শুরু হবে ব্রাজিল-স্পেন ফাইনাল ম্যাচ

বিকেল ৫টে থেকে শুরু হবে ম্যাচ।

সরাসরি টিভিতে কীভাবে দেখা যাবে ম্যাচ

বিকেল পাঁচটা থেকে সোনি টেন টু, টেন থ্রি (হিন্দি)-তে সরাসরি দেখা যাবে ম্যাচ

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভ, জিও টিভি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।