FIFA World Cup 2022: কোয়ার্টার- সেমিফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল কাদের বিরুদ্ধে খেলতে পারে
আজ, শনিবার থেকে কাতার বিশ্বকাপে শুরু হচ্ছে নক আউট পর্বে। ৩২টি দেশ থেকে বিশ্বকাপ এখন ১৬ দেশের। এবার প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দেশ উঠবে কোয়ার্টার ফাইনালে।
আজ, শনিবার থেকে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) শুরু হচ্ছে নক আউট পর্বে। ৩২টি দেশ থেকে বিশ্বকাপ এখন ১৬ দেশের। এবার প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দেশ উঠবে কোয়ার্টার ফাইনালে। প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল দুটো দলই খাতায় কলমে তুলনায় সহজ দল পেয়েছে। শেষ আটে উঠতে আর্জেন্টিনাকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর ব্রাজিলকে হারাতে হবে দক্ষিণ কোরিয়াকে। যদিও কাতার বিশ্বকাপ অঘটনে। সৌদি আরব হারিয়েছে আর্জেন্টিনাকে, জার্মানিকে হারিয়েছে জাপান, ব্রাজিলকে হারিয়েছে ক্যামেরুন, পর্তুগালকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া..তালিকাটা আরও বড়। তবে এটা অস্বীকার করা যায় না, শেষ ষোলোয় প্রতিপক্ষের নাম দেখে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের স্বস্তিতে থাকার কথা।
বাঙালি ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই জানতে চাইছেন আর্জেন্টিনা, ব্রাজিল সব বাধা টপকাতে পারলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে।
আসুন দেখে নেওয়া যাক কোয়ার্টার- সেমিফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল কাদের বিরুদ্ধে খেলতে পারে
দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
(৪ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্ভাব্য লাইনআপ
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
(৯ ডিসেম্বর,রাত সাড়ে ১২টা)
প্রথম সেমিফাইনাল সম্ভাব্য
আর্জেন্টিনা বনাম ব্রাজিল
(১৩ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)
-----
চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
(৫ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)
প্রথম কোয়ার্টার ফাইনাল সম্ভাব্য লাইনআপ
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া/জাপান(৯ ডিসেম্বর,রাত সাড়ে ৮টা)
প্রথম সেমিফাইনাল সম্ভাব্য
আর্জেন্টিনা বনাম ব্রাজিল
(১৩ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)
ফাইনাল
১৮ ডিসেম্বর, রাত সাড়ে ৮টা
তার মানে প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল-আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের আগামী দুটো ম্যাচ জিতলে সেমিফাইনালে দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেক্ষেত্রে ১৩ ডিসেম্বর, সেমিফাইনালে হতে পারে স্বপ্নের ম্যাচ-ব্রাজিল-আর্জেন্টিনা। অন্যদিকে, পর্তুগাল তাদের সব ম্যাচ জিতলে ফাইনালে রোনাল্ডোদের বিরুদ্ধে খেলতে হবে নেইমার বা মেসিদের। এখন অবশ্য সেসব পরের কথা। সবার আগে প্রি কোয়ার্টার ফাইনালে জিততে হবে।